
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দমদম পশ্চিম কমলাপুর এলাকায় এক টোটো চালক নাম নারায়ন দাস, বয়স ৩৫। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কমলাপুর এলাকায়। ওই এলাকার একটি পার্কের পাঁচিলের কাছে রক্তাক্ত অবস্থায় সকালবেলা তাকে পড়ে থাকতে দেখা যায় , গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। তবে কী কারণে খুন করা হয়েছে ঘটনার তদন্ত করছে দমদম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর গতকাল সারারাত বাড়ি ফেরেনি টোটো চালক , সকালবেলায় তার মৃতদেহ উদ্ধার হয়।



















