চাঁদে জমি কিনলেন এই দম্পতি, রয়েছে সেই জমির ছবি ও নথিপত্র । পৃথিবী ছেড়ে চাঁদে জমি কিনলেন এক দম্পতি। চাঁদের মাটিতে জমি কেনা এখন যেন ফ্যাশন। এবার বাংলাদেশী এক দম্পতি চাঁদে ১০ একর জমি কিনেছেন বলে দাবি করলেন। তাঁরা হলেন- অখিল রায় ও অনুপা হালদার।
জানা গিয়েছ, বাংলাদেশের ওই দম্পতি জানতে পারেন চাঁদে জমি বিক্রি করা হচ্ছে। তখন তাঁরা আমেরিকার ‘লুনার এমব্যাসি’ নামের এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। গত শনিবার তাঁদের কাছ থেকে ওই জমি কিনেছেন দম্পতি। যে জমি কিনেছেন, সেই জমির স্যাটেলাইট ছবি ও নথি তাঁদের কাছে রয়েছে বলেই দাবি করেছেন দম্পতি।
আর ও পড়ুন ফেসবুক পোষ্টে এবার কী বললেন শ্রীলেখা ?
অখিল ও অনুপা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে তাঁদের ঠিকানা কানাডাতে। এর আগে বাংলাদেশেরই সাতক্ষীরার দুই বন্ধু শাহিন আলম ও শেখ শাকিল হুসেন চাঁদে এক একর জমি কিনেছিলেন। তাঁরা ‘লুনার এমব্যাসি’ সংস্থার কাছে মাত্র ৫৫ ডলারে ওই জমি তাঁরা কিনেছেন বলে জানান।
এর আগে চলতি বছরের গত জুলাই মাসে নিজেদের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জায়গা কিনে উপহার দিলেন দিয়েছিলেন ঝাড়গ্রামের এক যুবক। তাঁর নাম ছিলো সুকান্ত মুর্মু।
উল্লেখ্য,পৃথিবী ছেড়ে চাঁদে জমি কিনলেন এক দম্পতি। চাঁদের মাটিতে জমি কেনা এখন যেন ফ্যাশন। এবার বাংলাদেশী এক দম্পতি চাঁদে ১০ একর জমি কিনেছেন বলে দাবি করলেন। তাঁরা হলেন- অখিল রায় ও অনুপা হালদার। জানা গিয়েছ, বাংলাদেশের ওই দম্পতি জানতে পারেন চাঁদে জমি বিক্রি করা হচ্ছে। তখন তাঁরা আমেরিকার ‘লুনার এমব্যাসি’ নামের এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।
গত শনিবার তাঁদের কাছ থেকে ওই জমি কিনেছেন দম্পতি। যে জমি কিনেছেন, সেই জমির স্যাটেলাইট ছবি ও নথি তাঁদের কাছে রয়েছে বলেই দাবি করেছেন দম্পতি। জানা গিয়েছে, অখিল ও অনুপা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে তাঁদের ঠিকানা কানাডাতে। এর আগে বাংলাদেশেরই সাতক্ষীরার দুই বন্ধু শাহিন আলম ও শেখ শাকিল হুসেন চাঁদে এক একর জমি কিনেছিলেন। তাঁরা ‘লুনার এমব্যাসি’ সংস্থার কাছে মাত্র ৫৫ ডলারে ওই জমি তাঁরা কিনেছেন বলে জানান।