বৃদ্ধ দম্পতির তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে বৃদ্ধ দম্পতির তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সৌগত মিশ্র(56) গ্রেফতার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
পুলিশ সূত্র মারফত খবর সল্টলেকের এফ ই ব্লকে থাকেন বৃদ্ধ দম্পতি, পাশেই থাকতেন সৌগত মিশ্রর পরিবার প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে বৃদ্ধ দম্পতির বিশ্বাসযোগ্যতা অর্জন করে, নিজেকে ব্যাংক কর্মচারী বলে পরিচয় দিতেন ওই প্রতারক। ব্যাঙ্গালোরের সম্পত্তি বিক্রি করে সল্টলেকে এফ ই ব্লকে স্থায়ীভাবে থাকতে শুরু করেন, দশটি ব্যাংক একাউন্ট ছিল।
আর ও পড়ুন সাংসদ শিশির অধিকারীকে অশ্লীল ভাষায় কটাক্ষ মৎস্যমন্ত্রী অখিল গিরির
ঘটনার সূত্রপাত 5000 টাকা উইথড্রন করার জন্য বললে সেই টাকা তুলে বৃদ্ধের হাতে দেয় ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা অর্জন করে, পরবর্তী সময় সুকৌশলে বৃদ্ধের কাছ থেকে চেকবুক এবং পাসবুক নিয়ে নেয়, বৃদ্ধ 5000 টাকা তুলতে বললে সেখানে 5 লাখ টাকা তুলে নেয় এই ভাবেই দিনের পর দিন একাধিক লেনদেনের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয়।
পরবর্তী সময়ে পাসবুক চাইলে না দেওয়ায় সন্দেহ হয় ব্যাংকে গিয়ে জানতে পারে তার প্রায় তিন লক্ষ টাকা একাউন্ট থেকে উধাও হয়ে গেছে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলে দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ আই বি ব্লক থেকে সৌগত মিশ্র কে গ্রেপ্তার করে আজ বিধান নগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রতারিত করা অর্থ কোথায় রেখেছে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা চালাবে।