ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কয়েকদিন ধরে দাঁপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আগত শতাধিক দাঁতাল। ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কয়েকদিন ধরে দাঁপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আগত শতাধিক দাঁতাল। জঙ্গলে খাবারের আকাল। খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। শুক্রবার রাত্রে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দলটি গিধনি রেঞ্জের গদরাশোল বীটের পড়াডিহা গ্ৰাম সহ বেশ কয়েকটি গ্ৰামে তান্ডব চালায়।
গ্রামে তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি মাটির বাড়ির ক্ষতি করেছে দাঁতাল হাতির দল। শনিবার সকাল থেকে বাঁদরভুলা,সিজুয়া সহ বিভিন্ন জায়গায় দাঁপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আগত দলমার দাঁতালের দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে দাঁতাল হাতির তাণ্ডবে চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেভাবে চাষীরা ক্ষতিপূরণ না পাওয়ায় বন দফতরের উপর ক্ষোভ প্রকাশ করছেন এলাকার চাষীরা।
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কয়েকদিন ধরে দাঁপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আগত শতাধিক দাঁতাল। জঙ্গলে খাবারের আকাল। খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। শুক্রবার রাত্রে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দলটি গিধনি রেঞ্জের গদরাশোল বীটের পড়াডিহা গ্ৰাম সহ বেশ কয়েকটি গ্ৰামে তান্ডব চালায়।
গ্রামে তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি মাটির বাড়ির ক্ষতি করেছে দাঁতাল হাতির দল। শনিবার সকাল থেকে বাঁদরভুলা,সিজুয়া সহ বিভিন্ন জায়গায় দাঁপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আগত দলমার দাঁতালের দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে দাঁতাল হাতির তাণ্ডবে চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেভাবে চাষীরা ক্ষতিপূরণ না পাওয়ায় বন দফতরের উপর ক্ষোভ প্রকাশ করছেন এলাকার চাষীরা।