Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দলমার হিংস্র দাঁতাল হাতির দল জয়পুরে প্রবেশ করল

দলমার হিংস্র দাঁতাল হাতির দল জয়পুরে প্রবেশ করল

দলমার হিংস্র দাঁতাল হাতির দল জয়পুরে প্রবেশ করল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দলমার হিংস্র দাঁতাল হাতির দল জয়পুরে প্রবেশ করল। দলমার হিংস্র দাঁতাল হাতির দল প্রবেশ করল বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। আর তাতেই ঘুম ছুটেছে এলাকার মানুষের। আজ মহালয়া, দুর্গাপূজার শুরু। আর তার মধ্যেই শত হাতির আনাগোনা শুরু হলো শনিবার থেকে। এই বছর এমনিতেই অনাবৃষ্টির জন্য জঙ্গলমহল এলাকার মানুষেরা চাষবাস ঠিকমতো করতে পারেনি।

 

তার ওপর দুর্গাপূজার মধ্যেই দলমার হিংস্র হাতির দলের প্রবেশ। এই হাতির দল প্রবেশ করতেই চিন্তায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। কয়েক দিন ধরেই সোনামুখীর জঙ্গলে তান্ডব চালায় দলমার হিংস দাঁতাল হাতির দল। প্রাণহানির মতন ঘটনা ঘটেছে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের। আর এমনিতেই ফসলের ক্ষতি ও ঘরবাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে একাধিক এলাকায় হাতির দলটি। সেই আটটি হাতির একটি দল আজ ভোরে সোনামুখীর জঙ্গল থেকে বেরিয়ে দারকেশ্বর নদী পেরিয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে।

 

হাতির দল জঙ্গলে প্রবেশ করা মাত্রই জয়পুর বনদপ্তরের কর্মীরা, জয়পুর জঙ্গল লাগুয়া মুলকেরি, তশোয়ার, ধগরিয়া, গোসাইপুর, চাবরা, বেলিয়া, জগরিয়া একাধিক গ্রামে মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজ শুরু করেছে। যাতে কোন মানুষ জঙ্গলের ভিতরে প্রবেশ না করে ও হাতির দলকে কোনরকম উত্তপ্ত না করে। তাদের চলার পথে বাধা সৃষ্টি না করে। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে এই কথাগুলি প্রচার করা হয়।

আরও পড়ুন – পুজোর আগে সেভাবে জমলো না বাম কর্মচারীদের নবান্ন অভিযান

হাতির গতিবিধির উপর বনদপ্তরে কর্মীরা ২৪ ঘন্টা নজর রেখে চলেছে। তাতেও ভয় কাটছে না গ্রামের মানুষদের। তাদের আশঙ্কা কোন কারণে দলমার হিংস্র দাতাল হাতির দল বনদপ্তরের কর্মীদের চোখকে ফাঁকি দিয়ে গ্রামে চলে আসে, তা হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে প্রাণহানিরও আশঙ্কা থেকে যাচ্ছে। এতেই ভিত গ্রামবাসীরা। তবে, বনদপ্তরে কর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে সব সময়, এমনটাই খবর বনদপ্তর সূত্রে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top