দলিত কিশোরকে হাত-পা বেঁধে বেধড়ক মার গেরুয়া বসনধারীদের, ভাইরাল ভিডিও

দলিত কিশোরকে হাত-পা বেঁধে বেধড়ক মার গেরুয়া বসনধারীদের, ভাইরাল ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজস্থান : মন্দিরে পা রাখাই হয়েছে ‘অপরাধ’। তার জেরে দলিত কিশোরের হাত-পা বেঁধে নির্মমভাবে পেটালো একদল যুবক। গেরুয়া বসনধারী যুবকদের সেই অত্যাচারের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। রাজস্থানের পালি জেলার এই ঘটনায় পুলিশ উলটে আহত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশের বক্তব্য, নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগে ওই কিশোরের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু যারা তাকে বেঁধে পেটালো তাদের কোনও হদিশ পায়নি পুলিশ। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে মরুরাজ্যে। ফের একবার দলিত আক্রান্তের ঘটনায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, গত ১ জুন পালি জেলার ধানেরিয়া গ্রামে ওই কিশোরকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে একদল গেরুয়া বসনধারী যুবক। তাদের গলায় ছিল গেরুয়া ওড়না। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ওই কিশোরকে নির্মমভাবে পেটাচ্ছে তারা। আক্রান্তের অভিযোগ, সে নিম্নবর্ণের হয়েও কেন মন্দিরে পা রেখেছে এটাই তার অপরাধ। তাই তাকে বেঁধে মারধর করা হয়েছে। অন্যদিকে, সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ জানিয়েছে, এক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে আক্রান্ত কিশোরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তবে যারা মারধর করেছে তাদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। যদিও পুলিশের বক্তব্য মানতে নারাজ আক্রান্তের পরিবারের লোকজন।

https://twitter.com/ambedkariteIND/status/1135537003393454080

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top