দলীয় কর্মীর বাড়ি কলাপাতায় ভাত খেয়ে রাত পাহারার কাজে নামলেন জ্যোতিপ্রিয় মল্লিক

দলীয় কর্মীর বাড়ি কলাপাতায় ভাত খেয়ে রাত পাহারার কাজে নামলেন জ্যোতিপ্রিয় মল্লিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৪ঠা আগস্ট :অজ গ্রামে গিয়ে দলীয় কর্মীর বাড়ি কলাপাতায় ভাত খেয়ে তাদের বাড়ি তে থেকে রাত পাহারার কাজে নামলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।
শুরুটা হয়েছিল বিকাল থেকেই নানা জন সংযোগের মধ্যে দিয়েই। হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে এলাকার মানুষের সঙ্গে সরাসরি (কখনো,রাস্তায়,কখনো দোকানে দাঁড়িয়ে) কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনছিলেন তিনি। শুধু তাই নয়, গ্রামে অসুস্থ পরিবার দের খুঁজে বের করে তাদের বাড়ি সরাসরি গিয়ে খোঁজ খবর নেন। ফল স্বরূপ ওইসব অসুস্থ পরিবারের লোকেরা মন্ত্রীর দৌলতে পেয়ে যান সরকারী হাসপাতালে ভর্তি করানোর সুযোগ ও চিকিৎসার জন্য নানারকমের সাহায্য।

এরপর আস্তে আস্তে রাত নামতে থাকে। ভিআইপি লোক গ্রামে আসাতে এলাকার মানুষ উৎসাহের সঙ্গে ভিড় জমান মন্ত্রী কে ঘিরে। কেউ বা সেলফি,আবার কেউ বা তাদের পরিবারের লোকেরা বাইরে কাজ করার জন্য ভিডিও কলে কথা বলানো কোন কিছুই বিমুখ করেন নি হাবড়ার এই বিধায়ক। এরপর দলীয় কর্মী মানিক শিকদারের বাড়িতে বাড়িতে গিয়ে কলাপাতায় ভাত,ডাল,ডিম সিদ্ধ, আলুর চোখা চেটেপুটে খেয়ে তাদের বাড়ি তেই রাত কাটানোর পাশাপাশি গ্রাম পাহারার কাজে নামেন রাজ্য মন্ত্রী সভার এই সদস্য। ব্যস্ত এই মানুষ কে একদম কাছে পেয়ে তাকে খাওয়া তে পেরে খুশী এই বাড়ির মালিক। সকালে প্রাতঃভ্রমণ করে ও এলাকায় দলীয় পতাকা উত্তোলন করে জনসংযোগ তৈরি করে যাত্রা শেষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top