নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ১লা মে :দলীয় কার্যালয়ে ঢুকে বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগ উঠলো ‘মদ্যপ’ পুলিশের বিরুদ্ধে। মঙ্গরবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের প্রতাপবাগানে। এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের নেতৃত্বে দলীয় কর্মীরা সদর থানায় গিয়ে বিক্ষোভ দেখান।
বিজেপি সূত্রে দাবী করা হয়েছে, ঐ দিন রাতে প্রতাপবাগানে দলীয় কার্যালয়ে দলের যুব মোর্চার সভা শেষে কয়েক জন কর্মী মোটর বাইক রাখার সময় বাঁকুড়া সদর থানার পুলিশ এসে উপস্থিত কর্মীদের মারধোরের পাশাপাশি জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময় উপস্থিত পুলিশ কর্মীরা ‘মদ্যপ অবস্থায়’ ছিলেন বলে বিজেপি সূত্রে দাবী করা হয়েছে।
নিজেকে পুলিশের হাতে ‘আক্রান্ত’ দাবী করে কৃষ্ণ দাস নামে এক বিজেপি কর্মী বলেন, রাতে যুব মোর্চার সভা শেষে পার্টি অফিসের সামনে আমরা কয়েক বসে ছিলাম। সেই সময় পুলিশ এসে আমাদের মদ্যপানের মিথ্যা অভিযোগ তুলে মারধোর করে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার একই দাবী করে বলেন, পুলিশের টহলদারী ভ্যানে থাকা পুলিশ কর্মীরা আমাদের কর্মীদের ‘বহিরাগত’ ভেবে মারধোর করেছে। এবিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই ধরণের ঘটনা হবে বলে কথা দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।