নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,২৪ ডিসেম্বর, এবার দলের একাংশ নেতাকে ফেসবুকে প্রকাশ্যে কটাক্ষ করলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সহ-সভাপতি শিবু পানিগ্রাহী। মঙ্গলবার বিকেলে তিনি তার ফেসবুক একাউন্টে লেখেন, “কয়েকজন বিজেপি নেতা কে দেখছি অনেক অনেক নিজের ছবি ছাড়ছে নেতাদের পেছনে পেছনে ঘুরছে। কারণ কি বড় পদের জন্য? আপনারা বড় পদ পাবেন না। যে পদে আছেন সেই পদে থেকেই দলের কাজটা মন দিয়ে করুন। এতে আপনারও ভালো হবে দলেরও ভালো হবে”।
স্বভাবতই খোদ জেলার সহ-সভাপতির এইভাবে প্রকাশ্যে পোস্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কার উদ্দেশ্যে তিনি লিখেছেন, সেটা যেমন তিনি ফেসবুক-এ উল্লেখ করেননি। তেমনই এ বিষয়ে শিবু বাবুর সঙ্গে এ বিষয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।