১০ জানুয়ারি, দোড়গোড়ায় এসে উপস্থিত ক্রিকেট বিশ্বকাপ, ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশ গুলি নিজেদের টিম তালিকা এনেছেন প্রকাশ্যে। সোমবার টিম ঘোষনা করেছে বিসিসিআই। দলের তালিকা কে কেন্দ্র করে তামাম দেশের মানুষের মধ্যে তৈরী হয়েছিল একাধিক প্রশ্ন। কে পড়বে বাদ ? কে আসবে নতুন এমনই নানান প্রসঙ্গ উঠে এসেছে বিভিন্ন সময়ে।সেই সবের অবসান হলো কয়েক মুহুর্ত আগে।এবছর কাপ জেতার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে ” বিরাট বাহিনী “ কে।
শুক্রবার পুণেতে সিরিজ দখলের লড়াইয়ে নামছে বিরাট কোহলি বাহিনী। অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজে সমতা ফিরিয়ে আনতে মরিয়া।দলের তালিকা থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ, কুলদীপ যাদব এবং শিবম দুবে।আর দলে ঢুকলেন সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল এবং মণীশ পাণ্ডে। শ্রীলঙ্কার একাদশে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত রাখতে চায় ভারত। গুয়াহাটিতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি২০ ম্যাচ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে দিয়েছে ভারত। ব্যাটে দারুণ ছন্দ ধরে রেখেছেন কোহলি। পাশাপাশি টপ অর্ডারে রান পেয়েছেন লোকেশ রাহুল, ধাওয়ান, শ্রেয়স আইয়াররাও।