দলের দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক সাংসদ সৌগত রায়, দলের কিছু নেতার জন্য দলে বদনাম হচ্ছে। দলের দুর্নীতিকান্ডে যে সমস্ত তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছে, সেই প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের,সোদপুরে এক অনুষ্ঠানে এসে সাংসদ সৌগত রায় বলেন,”এখন আমাদের দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে,আমাদের কোন দোষ নয়,
দলের মধ্যে কিছু লোক খারাপ কাজ করেছে,যারা খারাপ কাজ করেছে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে,পার্থ চট্টোপাধ্যায় কে দল বের করে দিয়েছে,পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ৯৫% কর্মী সৎ ও নিষ্ঠবান,দলের কিছু নেতার জন্য দল আজকে বদনামের ভাগীদার হচ্ছে,আমরা দলীয়ভাবে,এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি ও নেব, দলের মধ্যে সবাইকে যদি বিজেপি,সিপিএম ও কংগ্রেস চোর বলে তাহলে তাদের উপযুক্ত ব্যবস্থা আমরা করে দেবো””
আরও পড়ুন – গণেশ চতুর্থীর দিন ভুলেও করবেন না এই কাজ, জীবনে নেমে আসবে চরম দুর্দশা
উল্লেখ্য, দলের দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক সাংসদ সৌগত রায়, দলের কিছু নেতার জন্য দলে বদনাম হচ্ছে। দলের দুর্নীতিকান্ডে যে সমস্ত তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছে, সেই প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের,সোদপুরে এক অনুষ্ঠানে এসে সাংসদ সৌগত রায় বলেন,”এখন আমাদের দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে,আমাদের কোন দোষ নয়,
দলের মধ্যে কিছু লোক খারাপ কাজ করেছে,যারা খারাপ কাজ করেছে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে,পার্থ চট্টোপাধ্যায় কে দল বের করে দিয়েছে,পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ৯৫% কর্মী সৎ ও নিষ্ঠবান,দলের কিছু নেতার জন্য দল আজকে বদনামের ভাগীদার হচ্ছে,আমরা দলীয়ভাবে,এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি ও নেব, দলের মধ্যে সবাইকে যদি বিজেপি,সিপিএম ও কংগ্রেস চোর বলে তাহলে তাদের উপযুক্ত ব্যবস্থা আমরা করে দেবো””