বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে পড়াজয়ের পর থেকেই দলীয় মতভেদ চোখে পড়েছে বার বার। এরই মধ্যে ফের বিজেপি থেকে তৃণমূলমুখী হয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে এবার দলেরই এক কাউন্সিলারের ওপর চড়াও হলেন দিলীপ। কড়া শব্দে বললেন, ওকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। বাড়ির সামনে ময়লা ফেলে আসুন।
খড়কপুরে প্রবল বিক্ষোভের সম্মুখীন হয়ে মেজাজ হারালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিলেন কাউন্সিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। একটানা বৃষ্টির পরিমাণ কমেছে চার থেকে পাঁচ দিন হয়ে গিয়েছে। কিন্তু রাস্তার জল এখনও নামেনি। খড়কপুরের ২ নম্বর এলাকার বাসিন্দারা তাদের দীর্ঘদিনের জল যন্ত্রণার কথা তুলে ধরেন দিলীপের কাছে। তাদের অভিযোগ, ভোটে জেতার পর থেকে কাউন্সিলর শুকরাজ কৌরকে আর এলাকায় দেখা যায়নি।
এরপর অভিযোগের কথা শুনে দিলীপ বলেন, ‘ দরকার পড়লে কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে দেখান। ওকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। বাড়ির সামনে ময়লা ফেলে আসুন। সবকিছু কি দিলীপ ঘোষ করে দেবে! টাকাও দেব, আবার অভিযোগও শুনতে হবে!’ অন্যদিকে শুকরাজ কৌরও পাল্টা সুর ছড়িয়েছেন দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে। কৌরের বক্তব্য, ‘ আমাকে না জানিয়েই সাংসদ এলাকায় গিয়েছিলেন। দরকার পড়লে আমাকে ফোন করে ডাকতে পারতেন। আমরা কি করেছি? ওকে জানতে পারতাম ‘। শুধু এই বক্তব্যে না থেকে তিনি পাল্টা প্রশ্নও করেন যে , ‘ খড়কপুরের বিধায়ক হিসেবে কি করেছেন?’