কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজাচ্ছে আমি জানি
১ ‘দাদা’ ফুল বদলেছেন। কিন্তু, তাঁর কিছু অনুগামী এখনও তৃণমূল কর্মী সেজে শাসক দলে রয়ে গিয়েছে। সবাইকে চিহ্নিত করেছি।
২ কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজাচ্ছে আমি জানি। মিটিংয়ে আসার পথে বেশ কয়েকজন অনুগামীকে দেখেছি। ৪-৫ জনকে চিহ্নিতও করেছি।
৩ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, ১৯৪২ সালের আন্দোলন হল অর্থহীন, নাশকতামূলক আন্দোলন। তাঁর আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বেসর্বা বলে যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি, সিবিআইয়ের ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির তল্পিবাহকতা করে দিনরাত কাটাচ্ছেন। মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করেছে এই জেলার স্বঘোষিত সর্বেসর্বা।
৪ তোমার দলের ২ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল দরজা খুললে বাংলা থেকে বিজেপি দলটাই উঠে যাবে। আমরা চাইছি না তাই অনেক বিজেপি নেতাকে নিচ্ছি না।
৫ আজ যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব। তারা কিছুই করতে পারবে না। আমার পেছনে তো ইডি-সিবিআই লাগিয়েছ, কী করতে পেরেছ! কাঁচ কলা। ইডি-সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।
৬ হলদিয়া পৌরসভার সব দুর্নীতির অভিযোগের অডিট হবে। ডেভালপমেন্ট ট্যাক্সের নামে দুর্নীতির সব প্রমাণ রয়েছে।
৭ আগামী ভোটে দলবদলুরা টিকিট পাবেন না। যাঁরা প্রথম থেকে তৃণমূল করে, তাঁরাই টিকিট পাবে, মানুষের দাবি নিয়ে নেতারা পথে নামুন। ১০০ দিন সময় দিন, একটাও ঠিকাদার থাকবে না।
৮ হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো এক সঙ্গে করতে হবে না। কোনও দাদার প্রতিনিধি নয়, নেত্রীর প্রতিনিধি হতে হবে। শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে।
৯ আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।