
নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- দলের মধ্যে কোনও বিভাজন নেই,এটা যে যার নিজের স্বার্থে রটনা করছে এমন মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।
প্রসঙ্গত ,মুকুল রায় বিজেপি তে যোগদানের পর থেকেই তাঁর সাথে রাজ্য বিজেপির নেতৃত্বদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে মুকুর রায়ের অনুপস্থিতি রাজনৈতিক মহলে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সম্প্রতি দিল্লি তে বিজেপির সাংবিধানিক মিটিং থেকে মুকুল রায়ের হঠাৎ চলে আসা কে ঘিরেও আলোচনা তীব্র হয়। যদিও সেই প্রসঙ্গে বিজেপি নেতা জানান তিনি একেবারেই ব্যক্তিগত কারণে ফিরেছিলেন। কিন্তু তা সত্ত্বেও দিলীপ ঘোষ ও মুকুল রায়ের রাজনৈতিক সম্পর্ক নিয়ে চাপানউতোর চলছেই। এবার সব জল্পনায় জল ঢাললেন তিনি নিজেই। মুকুল বাবু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে দিলীপ ঘোষের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই, এমনকি দলের মধ্যে কোনও বিভাজন নেই,এই সব শুধুমাত্র স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কিছু মানুষ রটিয়ে বেড়াচ্ছেন। তিনি আরো বলেন যে ২০২১ সালের নির্বাচনে জোট বদ্ধভাবে লড়াই করা হবে ,কারণ এটাই বাংলার মানুষের দাবি।



















