নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৩১ শে আগস্ট :মেনুতে এবার থাকছে না ডাল-ভাত। শুনে কি অবাক হচ্ছেন? এটা যেমন তেমন মেনু নয়।খুব সম্প্রতি দীলিপ ঘোষের ব্যাখ্যায় শোভন-বৈশাখী ছিলেন ডাল-ভাত। আর সেই শোভন-বৈশাখী থাকতে চাইছেন না পদ্ম শিবিরে। ইতিমধ্যেই বৈশাখী ব্যানার্জী সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে, এই পরিবেশে কাজ করা অসম্ভব। আমাদের নিষ্কৃতী দেওয়া হোক। বিজেপি দলের পরিবেশ নিয়ে বেশ অনীহার পরিস্থিতির সৃষ্টি হয়েছে শোভন-বৈশাখীর মধ্যে। শুধু অনীহাই নয়, প্রয়োজনে পরবর্তীকালে পদত্যাগ পত্র পাঠাবেন বলে জানিয়েছেন বৈশাখী। কী এমন ঘটলো যে দু’সপ্তাহের মধ্যে দল ছাড়তে হচ্ছে শোভন-বৈশাখীকে। তবে এ বিষয়ে বিজেপির তরফ থেকে এখনো কোনও উত্তর মেলেনি। তাহলে এবার কী দু’জনেই পুরোনো চটিতে পা গলাতে চলেছেন? এহেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
দল ছাড়তে ইচ্ছা প্রকাশে শোভন-বৈশাখী
দল ছাড়তে ইচ্ছা প্রকাশে শোভন-বৈশাখী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram