রাজ্য – দশমীর দিনে ডিভিসির জল ছাড়াকে সরাসরি ‘মানুষ-সৃষ্ট বন্যা’ বলে আখ্যায়িত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি অভিযোগ করেন, বাংলার পুজোর আনন্দ নষ্ট করতে এবং রাজ্যকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্যে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই চক্রান্তের লক্ষ্য শুধুমাত্র বাংলার মানুষ নয়, বরং ২০২৬ সালের নির্বাচনে বিজেপিরই ক্ষতি হবে। তাঁর বক্তব্যে রাজনৈতিক টানাপোড়েন এবং পারস্পরিক অভিযোগের ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে।
