জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে দশ দফা দাবীপত্র পেস কাউন্সিলরকে। জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ড যার বেশির ভাগটাই হরিজন সম্প্রদায়ের বসবাস, প্রায় তিন হাজার মানুষের বসবাস যে জমিতে আজ পর্যন্ত সেই বাস্তু ভিটার পাট্টা পায় নি কেউই। এছাড়াও দৈনন্দিন জীবনযাপন করার ক্ষেত্রে যেটুকু পৌর পরিষেবা প্রয়োজন তাও নেই বললেই চলে, অথচ এই তিন হাজার মানুষের অধিকাংশই পৌরসভার কাজের সঙ্গে যুক্ত।
এবার এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনিন্দ্র নাথ বর্মন, তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী জমির পাট্টা দেওয়ার পক্ষে বলেছেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, এই সব দিক গুলো দেখে এক প্রকার মনে আসা জেগেছে এলাকাবাসীদের মনে, সেই কারণেই মঙ্গলবার রাতে দশ দফা দাবীপত্র নিয়ে কাউন্সিলর অফিসে আসেন এলাকার মানুষজন। (বাইট 1, সানি রাউত ).।
এই প্রসঙ্গে কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন জানান, এলাকাবাসীর দাবী গুলো যুক্তিপূর্ণ, আগামী পৌরসভার বোর্ড মিটিংয়ে এই বিষয় গুলো তুলে ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও, দুই মেধাবী ছাত্রীর দুশ্চিন্তায় দিনমজুর বাবা
উল্লেখ্য, জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ড যার বেশির ভাগটাই হরিজন সম্প্রদায়ের বসবাস, প্রায় তিন হাজার মানুষের বসবাস যে জমিতে আজ পর্যন্ত সেই বাস্তু ভিটার পাট্টা পায় নি কেউই। এছাড়াও দৈনন্দিন জীবনযাপন করার ক্ষেত্রে যেটুকু পৌর পরিষেবা প্রয়োজন তাও নেই বললেই চলে, অথচ এই তিন হাজার মানুষের অধিকাংশই পৌরসভার কাজের সঙ্গে যুক্ত।
এবার এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনিন্দ্র নাথ বর্মন, তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী জমির পাট্টা দেওয়ার পক্ষে বলেছেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, এই সব দিক গুলো দেখে এক প্রকার মনে আসা জেগেছে এলাকাবাসীদের মনে, সেই কারণেই মঙ্গলবার রাতে দশ দফা দাবীপত্র নিয়ে কাউন্সিলর অফিসে আসেন এলাকার মানুষজন। (বাইট 1, সানি রাউত ).।
এই প্রসঙ্গে কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন জানান, এলাকাবাসীর দাবী গুলো যুক্তিপূর্ণ, আগামী পৌরসভার বোর্ড মিটিংয়ে এই বিষয় গুলো তুলে ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।