শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে দাঁতনের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল

শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে দাঁতনের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে দাঁতনের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল। সারদা কাণ্ডে অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে এবং ঐতিহাসিক ২১ শে জুলাই এর সমর্থনে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল দাঁতনে। দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দাঁতন বাজারের ওই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের দাঁতন এক ব্লকের সভাপতি প্রতুল দাস ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন দাস, তৃণমূল কংগ্রেসের নেতা মনি শংকর মিশ্র সহ ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বৃন্দ।

 

বুধবারের ঐ সভায় কয়েক হাজার তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থক সামিল হয়েছিলেন ।ওই মিছিলের শেষে পথসভায় দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান বলেন চোরের মায়ের বড় গলা। নিজের পিঠ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। অথচ সারদা কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কে সিবিআই গ্রেফতার করছে না ও জিজ্ঞাসাবাদ করছে না । কেবলমাত্র তৃনমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসাবাদ করছে। তাই তিনি শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবি জানান । সেই সঙ্গে একুশে জুলাই ঐতিহাসিক শহীদ স্মরণ অনুষ্ঠানে কোলকাতার ধর্মতলার সমাবেশে সর্বস্তরের মানুষকে যোগদান করার আহ্বান জানান।

 

তৃণমূল যুব কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ সিংহ বলেন সারদা কাণ্ডে অভিযুক্ত হওয়া সত্বেও শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। অথচ তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেনি ও গ্রেপ্তার করেনি। তাই প্রকৃত ঘটনা সামনে আনার জন্য শুভেন্দু অধিকারী কে তিনি গ্রেপ্তারের দাবি জানান। আগামী দিনে শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে জেলাজুড়ে জোরদার আন্দোলন কর্মসূচি সংগঠক করা হবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে অনুষ্ঠান হবে ।সেই অনুষ্ঠানে শুধু দাঁতন নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থক যোগ দিবেন। তাই এখন থেকে একুশে জুলাই এর সমর্থনে পথসভা সংগঠিত করার কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top