মালদা-সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। দাবি মত টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ,সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেশ তিনজন সিভিক ভলেন্টিয়ার এক ব্যক্তিকে ঘরের মধ্যে ঢুকে মারধর করছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠেছে ।জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের।রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডান্গী এলাকায় আসছিলেন তারা।
হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। ১০০০ টাকা দাবি করা হয়। ৫০০ টাকা দিতে রাজি হয়ে ছিলেন ওই লরিচালক। এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে।
এই ঘটনায় ঐ তিন সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পুলিশের।
