দাদার হাতে খুন ভাই। পারিবারিক অশান্তির জেরে নেশাগ্রস্ত দাদার হাতে মার খেয়ে মৃত্যু হল ভাইয়ের। মৃতের নাম মাধাই প্রামানিক। মেমারী থানার অন্তর্গত বোহার গ্রামের বাসিন্দা সে। খবর পেয়ে বৃহস্পতিবার গ্রামে যায় মেমারী থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর থেকেই বড় ছেলে জগাই প্রামাণিক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতের বাবা উদয় প্রামানিক জানান, বুধবার রাতে বাড়িতে পারিবারিক অশান্তি চলছিল।
বড় ছেলে জগাই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে নিজের বৌ কে মারধর করে এবং পরে আমাদের সঙ্গে অশান্তি করে। দাদার হাত থেকে পরিবারের সদস্যদের বাচাঁতে এগিয়ে আসে ছোট ছেলে মাধাই। তখনকার মত অশান্তি থেমে যায়। পরে রাতের দিকে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে মাধাই কে মোটা লাঠি দিয়ে মাথায় সজোরে মারে জগাই। এতেই ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পরে মাধাই।
গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার ভোরে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বেলার দিকে তার ছোট ছেলের মৃত্যু হয়েছে বলে জানান মৃতের বাবা উদয় বাবু। এই ঘটনায় প্রামাণিক পরিবার সহ বোহার গ্রামে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক ভাবে মেমারী থানায় লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
উল্লেখ্য, দাদার হাতে খুন ভাই। পারিবারিক অশান্তির জেরে নেশাগ্রস্ত দাদার হাতে মার খেয়ে মৃত্যু হল ভাইয়ের। মৃতের নাম মাধাই প্রামানিক। মেমারী থানার অন্তর্গত বোহার গ্রামের বাসিন্দা সে। খবর পেয়ে বৃহস্পতিবার গ্রামে যায় মেমারী থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর থেকেই বড় ছেলে জগাই প্রামাণিক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতের বাবা উদয় প্রামানিক জানান, বুধবার রাতে বাড়িতে পারিবারিক অশান্তি চলছিল।
বড় ছেলে জগাই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে নিজের বৌ কে মারধর করে এবং পরে আমাদের সঙ্গে অশান্তি করে। দাদার হাত থেকে পরিবারের সদস্যদের বাচাঁতে এগিয়ে আসে ছোট ছেলে মাধাই। তখনকার মত অশান্তি থেমে যায়। পরে রাতের দিকে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে মাধাই কে মোটা লাঠি দিয়ে মাথায় সজোরে মারে জগাই। এতেই ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পরে মাধাই।