ঝাড়্গ্রাম জেলা জুড়ে বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল । যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার গ্রামবাসীরা । হাতির তাণ্ডবে দিশেহারা গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বৃন্দাবনপুর গ্রামে সাবমারসিবল ভেঙ্গে গুড়িয়ে দেয় হাতি। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া, জারুলিয়া, কলাবনি এলাকায় প্রকাশ্য দিবালোকে হাতির দল তাণ্ডব শুরু করেছে । তার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে ওই এলাকার চাষীদের কপালে। খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হাতি যেমন তাণ্ডব শুরু করেছে তেমনি মাঠে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। যেভাবে হাতির দল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ,নয়াগ্রাম, জামবনি, বিনপুর, লালগড়, সাঁকরাইল ব্লক জুড়ে তান্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। একদিকে প্রচন্ড গরম অপরদিকে হাতির তাণ্ডব।
যার ফলে গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের । বন দফতরের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যে ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এই সময় আম কাঁঠালের গন্ধে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। ঝাড়গ্রাম ব্লকের বৃন্দাবনপুর গ্রামে বেশ কয়েকটি কাঁঠাল গাছের সমস্ত কাঁঠাল খেয়ে সাবাড় করে দিয়েছে হাতি। সেই সঙ্গে কয়েকটি বাড়িতে হানা দেয় হাতির দল। তবে গ্রামবাসীরা সজাগ থাকায় ঘরবাড়ির তেমন ক্ষতি করতে পারেনি হাতি গুলি।
আর ও পড়ুন লরি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ট্রাক্টর চালকের
তাই বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির যাত্রা পথে বাধা দিতে নিষেধ করা হয়েছে। এলাকায় হাতি ঢুকে পড়ল বনদপ্তর কে জানানোর আবেদন জানানো হয়েছে। বন দফতরের কর্মীরা হাতির গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে। সেই সঙ্গে হুলা পার্টির সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে লোকালয় থেকে হাতিগুলিকে জঙ্গলের দিকে পাঠানোর কাজ করেছে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বুধবার দাপিয়ে বেড়ায় হাতির দল। যার ফলে হাতির হামলা আশঙ্কায় আতঙ্কিত ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। দাপিয়ে বেড়াচ্ছে