নিজস্ব সংবাদদাতা,মালদা, ২১ শে ডিসেম্বর : দাবিমতো পণ না মেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার রামনগর গ্রামে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।
স্থানীয়সূত্রে জানা গেছে মাত্র চার মাস আগে রামনগর গ্রামের বাসিন্দা বিবেক মন্ডল এর সাথে বিয়ে হয় কুড়ি বছরের বেবি মন্ডলের। বিয়েতে পাত্র পক্ষের দাবি মত পণও দিয়েছিলেন বেবি মন্ডলের পরিবারের লোকেরা। বিয়ের পর থেকে বিবেক শ্বশুরবাড়ি থেকে একটি মোটর বাইক ও আলমারি দাবি করতে থাকে। সেই দাবি মত মোটরবাইক আলমারী দিতে সক্ষম হননি ওই গৃহবধূর পরিবারের লোকেরা। সেই কারনে গৃহবধুর ওপরে অত্যাচার করা হতো বলে অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে তার স্বামী বলে অভিযোগ করেন গৃহবধূর বাপের বাড়ির লোকের। ঘটনায় স্বামী সহ চারজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।