বিদেশ – দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, শুক্রবার থেকেই সংযুক্ত আরব আমিরশাহিতে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির নিরিখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এএফপি-কে উদ্ধৃত করে জেলেনস্কি বলেন, এমিরেটসে এটিই হবে এই তিন দেশের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক। তাঁর কথায়, শুক্রবার ও শনিবার—টানা দু’দিন এই আলোচনা চলবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, সমঝোতার পথে এগোতে হলে রাশিয়াকেও প্রস্তুত থাকতে হবে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান প্রসঙ্গে জেলেনস্কির দাবি, সংঘাত থামানোর লক্ষ্যে যে নথিপত্র তৈরি হচ্ছে, তা প্রায় প্রস্তুত। তিনি বলেন, মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই এই যুদ্ধের ইতি টানার লক্ষ্যে একসঙ্গে কাজ করছেন। জেলেনস্কির বক্তব্য, ইউক্রেন সম্পূর্ণ সততা ও দৃঢ়তার সঙ্গে আলোচনার পথে এগোচ্ছে এবং তার ইতিবাচক ফলও মিলছে। এখন রাশিয়ার উচিত আগ্রাসন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার পথে আসা।
দাভোসে ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠককে ‘ফলপ্রসূ ও বিষয়বস্তুনিষ্ঠ’ বলে উল্লেখ করেন জেলেনস্কি। তিনি জানান, বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলের কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনাকে ভবিষ্যৎ কূটনৈতিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, শান্তিচুক্তির নথিপত্র এখন আরও ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। আগের বৈঠকে ইউক্রেনের আকাশ সুরক্ষায় মার্কিন সহায়তার কথা স্মরণ করিয়ে দিয়ে জেলেনস্কি আশা প্রকাশ করেন, এবার সেই সহায়তা আরও জোরদার হবে।
জেলেনস্কি আরও জানান, আগের এয়ার ডিফেন্স মিসাইল প্যাকেজের জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং নতুন করে আরও একটি প্যাকেজের অনুরোধও করেছেন। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের নিরাপত্তা জোরদারে এই সহায়তা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করছেন।
অন্যদিকে, ট্রাম্প এই বৈঠককে ‘ভাল’ বলে উল্লেখ করেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে তিনি বলেন, এই যুদ্ধ শেষ হওয়াই উচিত, কারণ এতে অকারণে বহু মানুষের প্রাণ যাচ্ছে। তাঁর মতে, আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং সবাই চাইছে যুদ্ধের অবসান ঘটুক।
এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আমেরিকা-রাশিয়া-ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যুদ্ধবিরতির পথে সত্যিই কি বড় কোনও অগ্রগতি হতে চলেছে, এখন সেই দিকেই তাকিয়ে বিশ্ব কূটনীতি।




















