দামোদরে তলিয়ে গেল ৪ কিশোর

দামোদরে তলিয়ে গেল ৪ কিশোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:- উচ্চমাধ্যমিকে ভাল ফল, তাই শিবের কাছে মানত করেছিল দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা এই কিশোররা। মানত ছিল শ্রাবন মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালবে । গত সোমবার ঢেলেছিল, কিন্ত এই সোমবার আর তা হলনা । ভরা বর্ষার দামোদরে তলিয়ে গেল চার কিশোর । অন্ডালের কুটির ডাঙ্গা ঘাটের এদিন সকালের ঘটনা । তলিয়ে যাওয়া চার বন্ধু সব্যসাচী মুখার্জী , রাহুল মান্ডি , শিবু দাস ও সৌরভ মন্ডল । সবারই বয়স ১৮র আশেপাশে । শুরু হয়েছে উদ্ধারকার্য্য । ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top