নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ২২ জুলাই :- বহু বাধা অতিক্রম করে স্কুলের সকল পড়ুয়াদের চেয়ে এগিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সিংহি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সনু মন্ডল।দারিদ্রতার সঙ্গে লড়াই করে আজ সে সবার সেরা।সিংহি উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্কুলের প্রথম হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে,আজ থেকে প্রায় বছর ছয়েক আগে থেকে তার বাবা নিরুদ্দেশ। বর্তমানে পরের ঘরে কাজ করে সনুর পড়াশোনার যাবতীয় খরচ বহন করেন মা।বাড়িতে কোনো মোবাইল বা টিভি না থাকায় ফল প্রকাশের দিন সন্ধ্যা বেলায় তার বন্ধুর থেকে সে জানতে পারে সে স্কুলের সেরা হয়েছে।সন্তানের সাফল্যের কথা শুনে আজ খুশির বন্যা তার মায়ের ঘরে। বুধবার স্কুলের প্রথম স্থান অধিকারী এই ছাত্রকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন,মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুমন কুমার দাস। গলায় উত্তরীয় পরিয়ে ও সাথে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সনুকে, তার জীবনের আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
দারিদ্রতাকে জয় করে সবার সেরা জিয়াগঞ্জের সনু মন্ডল
দারিদ্রতাকে জয় করে সবার সেরা জিয়াগঞ্জের সনু মন্ডল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram