দার্জিলিং জেলায় দুটি সেফ হোমের তালা খুলেছে প্রশাসন। অমিক্রনের চোখ রাঙানিতে শিলিগুড়ির অদূরে বাতাসিতে পুনরায় ৭০শয্যার সেফহোম তৈরি রাখার নির্দেশ জারি হলো। ফের দার্জিলিং জেলায় দুটি সেফ হোমের তালা খুলেছে প্রশাসন। অমিক্রনের চোখ রাঙানিতে শিলিগুড়ির অদূরে বাতাসিতে খুলছে ৭০শয্যার সেফহোমটি। অমিক্রণ মাথা চাড়া দিতেই ভিডিও কনফারেন্সে জেলার বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড চিকিৎসার শয্যা প্রস্তুত থাকার নির্দেশ দিলো রাজ্য।
স্বাস্থ্য দপ্তরের তরফে এদিন দার্জিলিং জেলায় পাহাড় ও শিলিগুড়ির অদূরে বাতাসি সেফহোমটির পরিকাঠামো খতিয়ে দ্রুত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেসমত পাহাড়ে ২০শয্যার ও বাতাসীতে ৭০শয্যার সেফহোমটিকে তৈরির রাখার কথা বলা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরকে।
পাশাপাশি সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসনকে কোভিড ইউনিট রয়েছে এমন ব্লক স্বাস্থ্য কেন্দ্রেগুলিকেও পুনরায় শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন জেলার ১৩টি বিদ্যালয়ে প্রথমদিনে টিকাকরন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোট প্রায় ৩০০০ নির্ধারিত ১৫-১৮বছর বয়সী ছাত্রছাত্রীদের টিকাকরন করা হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক।
আর ও পড়ুন ভোট বন্ধের জোরালো দাবি তুললেন দিলীপ ঘোষ
উল্লেখ্য, দার্জিলিং জেলায় দুটি সেফ হোমের তালা খুলেছে প্রশাসন। অমিক্রনের চোখ রাঙানিতে শিলিগুড়ির অদূরে বাতাসিতে পুনরায় ৭০শয্যার সেফহোম তৈরি রাখার নির্দেশ জারি হলো। ফের দার্জিলিং জেলায় দুটি সেফ হোমের তালা খুলেছে প্রশাসন। অমিক্রনের চোখ রাঙানিতে শিলিগুড়ির অদূরে বাতাসিতে খুলছে ৭০শয্যার সেফহোমটি। অমিক্রণ মাথা চাড়া দিতেই ভিডিও কনফারেন্সে জেলার বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড চিকিৎসার শয্যা প্রস্তুত থাকার নির্দেশ দিলো রাজ্য।স্বাস্থ্য দপ্তরের তরফে এদিন দার্জিলিং জেলায় পাহাড় ও শিলিগুড়ির অদূরে বাতাসি সেফহোমটির পরিকাঠামো খতিয়ে দ্রুত খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
সেসমত পাহাড়ে ২০শয্যার ও বাতাসীতে ৭০শয্যার সেফহোমটিকে তৈরির রাখার কথা বলা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরকে।পাশাপাশি সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসনকে কোভিড ইউনিট রয়েছে এমন ব্লক স্বাস্থ্য কেন্দ্রেগুলিকেও পুনরায় শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন জেলার ১৩টি বিদ্যালয়ে প্রথমদিনে টিকাকরন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোট প্রায় ৩০০০ নির্ধারিত ১৫-১৮বছর বয়সী ছাত্রছাত্রীদের টিকাকরন করা হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক।