দার্জিলিংয়ের রাজনীতিতে নয়া সমীকরণ?‌

দার্জিলিংয়ের রাজনীতিতে নয়া সমীকরণ?‌

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দার্জিলিংয়ের রাজনীতিতে নয়া সমীকরণ?‌। পাহাড়ে আরও পরিস্ফুট হয়ে উঠল মুখ্যমন্ত্রীর মানবিক দিক। তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন শিলিগুড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এরপরই দার্জিলিং এও স্বমহিমায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী।

 

আর সেখানেই মুখ্যমন্ত্রীর মানবিক দিকটি যেন আরো পরিস্ফুট হয়ে উঠল। সপ্তাহের প্রথম দিনেই দার্জিলিং ম্যালে মর্নিং ওয়াকে গেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি পথচলতি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।পথচলতি এক বৃদ্ধাকে কোমরে বেল্ট পরারও পরামর্শ দেন তিনি।তার নাম জানা গেছে,বিষ্ণু তামাং।ওই বৃদ্ধার কোমরের সমস্যা আছে।তাই সহমর্মিতা দেখিয়েই মুখ্যমন্ত্রীর এ হেন পরামর্শ।

আরও পড়ুন – যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন, আটক এক

শুধু পরামর্শই নয় তিনি তাঁর সঙ্গে থাকা কর্মীদের রীতিমতো নির্দেশ দেন ওই বৃদ্ধার বাড়িতে কোমরের বেল্ট পৌঁছে দিতে।এরপরই এদিন ম্যালে মুখ্যমন্ত্রী এক শিশুকে কোলে তুলে নিয়ে আশীর্বাদ করেন। শিশুটির নাম অগ্নি বলে জানা গেছে। সূত্রের খবর, এদিন ম্যালের বিশ্ব বাংলা স্টোরেও যান তিনি।

আর ও পড়ুন     ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল

সেখানে সম্পূর্ণ দোকানটি ঘুরে দেখেন। এছাড়াও, তিনি খোঁজ নেন কর্মীদের ঠিকমতো বেতন হচ্ছে কিনা বা বিক্রিবাটা কেমন চলছে ইত্যাদি।এছাড়াও,কোভিড পরবর্তী পরিস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে কোনওরকম সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি জরুরী বিষয়গুলিও জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া,তিনি দার্জিলিঙে আগত পর্যটকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য, দার্জিলিংয়ের রাজনীতিতে নয়া সমীকরণ?‌। পাহাড়ে আরও পরিস্ফুট হয়ে উঠল মুখ্যমন্ত্রীর মানবিক দিক। তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন শিলিগুড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এরপরই দার্জিলিং এও স্বমহিমায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top