উত্তরবঙ্গ – দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে এবার ছোট পোশাক পরা নিষিদ্ধ করল মন্দির কমিটি। সম্প্রতি মন্দির প্রাঙ্গণে একটি পোস্টার টাঙিয়ে স্পষ্ট জানানো হয়েছে— মিনিস্কার্ট বা অন্যান্য ছোট পোশাক পরে আর প্রবেশ করা যাবে না। ভক্ত ও পর্যটকদের শালীন পোশাক পরে মন্দির দর্শনের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিদিন অসংখ্য পর্যটক ও ভক্ত এই ঐতিহ্যবাহী মন্দিরে আসেন। সেই ভিড়ের মধ্যে ধর্মীয় পরিবেশ বজায় রাখতেই পোশাকবিধি চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে মন্দির কমিটি বিকল্প ব্যবস্থাও রেখেছে— ছোট পোশাক পরে এলে দর্শনার্থীদের জন্য মন্দিরের কাছেই দীর্ঘ ঘাগরা পরিধানের সুযোগ রাখা হয়েছে, সেই পোশাক পরে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তকে ঘিরে পাহাড়ে শুরু হয়েছে মতভেদ। একাংশের মতে, ধর্মীয় স্থানে শালীন পোশাক প্রয়োজনীয়, আবার অন্য অংশের দাবি, এটি ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ।

 
								



















 
															 
															