দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে মিলছে ভুয়া জব কার্ড,চাঞ্চল্য তুলসীহাটায়

দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে মিলছে ভুয়া জব কার্ড,চাঞ্চল্য তুলসীহাটায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে মিলছে ভুয়া জব কার্ড,চাঞ্চল্য তুলসীহাটায়। পঞ্চায়েত কিংবা ব্লক অফিস নয় দালালদের হাত থেকে মিলছে ভুয়া জব কার্ড। কর করে ৫০০ কিংবা ১০০০ টাকা দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে জব কার্ড।ফাঁকা জব কার্ড দিয়ে দেওয়া হচ্ছে উপভোক্তদের হাতে।এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক প্রশাসন পুরোপুরিভাবে অন্ধকারে রয়েছে।

 

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে।কিভাবে প্রশাসনের অগোচরে টাকার বিনিময়ে ফাঁকা জব কার্ড ইস্যু হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বিরোধীরা।পাশাপাশি আরো অভিযোগ যারা প্রয়োজনীয় উপভোক্তা তাদেরকে বিভিন্ন টালবাহানা করে জব কার্ড দেওয়া হচ্ছে না অথচ পয়সার বিনিময়ে এই জব কার্ড মিলছে বিভিন্ন বুথে বুথে নির্দিষ্ট জায়গায়। দালালদের হাতে পয়সা পৌঁছে দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে জব কার্ড এমনটাই অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার জুড়ে। যদিও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন – ছয় বাংলাদেশীকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ

এদিকে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ জানিয়েছেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি কিন্তু কে বা কারা এই কাজ করছে তা সঠিক জানা নেই। আমরা তদন্ত করে দেখছি।

অভিযোগকারী আইনুল হক বলেন,’দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকেও বারবার জব কার্ড ইস্যু করার জন্য আবেদন জানিয়েও কোনো ফল পায়নি। কিন্তু পরবর্তীকালে লোকমুখে জানতে পারি আমার
গ্রাম রাড়িয়ালে একজন ব্যক্তির হাতে ৫০০ টাকা দিলেই জব কার্ড পাওয়া যাবে।আমি সেই মোতাবেক একজন দালাল ধরে তাকে টাকা দিলে সে আমার বাড়িতে জব কার্ড পৌঁছে দেয়। দালাল চক্রের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top