Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দাসপুরে শালিসী সভয় ১ কোটী ১০ লক্ষ টাকা জরিমানা

দাসপুরে শালিসী সভয় ১ কোটী ১০ লক্ষ টাকা জরিমানা

দাসপুরে শালিসী সভয় ১ কোটী ১০ লক্ষ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দাসপুরে শালিসী সভয় ১ কোটী ১০ লক্ষ টাকা জরিমানা। রাজ্যে ডাইনি হত্যা! শালিসি সভা করা! গনৎকারের গননা করে নাম বলে চোর ধরা! এই সব সরকারী ভাবে নিষিদ্ধ কাজ! সরকারে সংযুক্ত লোকেরা এসবে জড়িত বা মদত করতে পারে না। তা সত্ত্বেও কোথাকার কোন গনৎকার গণনা করে বলে দিয়েছে দোষীর নাম, তাই নিয়ে দাসপুরের চাঁইপাটের চাকীরহাটে বসে গেল শালিসী সভা।

 

আর সেই সভায় এক দু’ টাকা নয় ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন গ্রামের মোড়লরা! যা শুনে কার্যত সখু চরক গাছ! এমন কি টাকা দিতে বাধ্য হবে বলে সাদা কাগজে অভিযুক্ত পরিবারের সই করে নেওয়া হয়েছে। এবং তাদের বাড়ির সম্পত্তির দলিল নিয়ে নেওয়া হয়েছে। এক দুটো লোক নয়, সাক্ষী গ্রাম শুদ্ধ লোক। শয়ে শয়ে লোক নাকি হাজির ছিল সেই সভায়। এরকমই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

 

ক্ষতিগ্রস্ত পরিবার দাশপুর পুলিশের সাহায্য চাইলে পুলিশ তাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করেনি বলে অভিযোগ। বরং সব শুনে ওদের সঙ্গে মীমাংসা করে নিতে পরামর্শ দিয়েছেন দাসপুর পুলিশ আধিকারিক। যেখানে ঘাটালের এসডিও সুমন বিশ্বাস যখন রাজ্য সরকারের মুখ উজ্জ্বল করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট পঞ্চায়েত উন্নয়ন ও তদারকি নিয়ে নিবিড় তৎপরতায় মগ্ন, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে ঘাটাল মহকুমার যুব সমাজকে নানাভাবে উৎসাহিত করতে ব্যস্ত আছেন তখন দাসপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলো ভয়ংকর ভাবে।

 

ঘটনার সূত্রপাত গত ৩০ শে জুলাই রাত সাড়ে ন’টার পর চাকীরহাটে কাশীনাথ চাকীর শ্রীহরি ডেকোরেটর্সে আগুন লেগে যায়। ক্ষতি হয় অনেকটাই। পুলিশ এসেও কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারেনি। মালিকও বুঝতে পারেনি কি কারনে আগুন লেগেছে। ফলে তারা পূর্ব মেদিনীপুরের পালপাড়ায় সুকুমার মাইতির কাছে গণনা করতে যায়। সেখানে গণৎকার সুকুমার মাইতি, ডলফিন ডেকোরেটর্সের মালিক তারকনাথ আড়ির (৭০) নাম বলে এমনই দাবী কাশীনাথ চাকী সহ মোড়লদের।

 

তারপরই তারকনাথকে নিয়ে নানা চাপ তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। গত ৬ আগষ্ট সন্ধ্যা থেকে তারকনাথ ও তার দুই ছেলে, ৯ মাসের শিশুর মা দিপালীর উপর প্রকাশ্যে জুলুম ও মারধোর শুরু হয় বলে অভিযোগ ওঠে। শয়ে শয়ে লোকের সামনে জোর করে স্বীকার করানোর দাবী করে সাদা কাগজে সই করে দলিল কেড়ে নিয়ে ১ কোটী ১০ টাকা জরিমানা দাবী করে। আক্রান্ত আসামীরা ওখান থেকেই পুলিশকে জানালে পুলিশ ফের খোঁজ নিলে অন্যতম শালিসীয়ানব্যাক্তিরা গোবিন্দ মাইতি, রামপদ সামন্ত, কাশীনাথ আড়ি প্রমুখরা চীৎকার করে হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ উঠেছে। তারা দোষীদের ঘর বাড়ি সম্পত্তি জোর করে দখল নিয়ে টাকা আদায় নেবে বলেও অভিযোগ ওঠে।

আরও পড়ুন – সাংবাদিক বৈঠকে, মমতা – মোদী কে এক যোগে আক্রমন অধীর চৌধুরীর

মঙ্গলবার রাত বারোটা নাগাদ আসামীদের ছাড়া হলে তারা দাসপুর থানায় ফের যায় অভিযোগ করতে গেলে লিখিত কোন ডাইরি নেওয়া হয়নি। এমনকি পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি, বরং বেআইনি শালিশি সভাকে মদত করছে বলে অভিযোগ তুলেছেন আসামীরা। অবশ্য কেউ কেউ টিপ্পনী কেটে বলছেন, পুলিশের তৎপরতা যত কম হবে রাজ্য সরকারের ক্ষতি হবে তত বেশি। পুলিশ অবশ্যই চাইছে না দূর্নীতির স্বর্গ রাজ্য এই সরকারটা থাকুক। তাই ঘটনা ঠিক নয় জেনেও তারা এড়িয়ে গেলেন সবটাই।

 

এখন প্রশ্ন হল, সালিশি সভা এত টাকা জরিমানা করতে পারে কি? তাহলে থানা পুলিশ আদালত তো তুলে দেওয়াই উচিত? প্রবল চাপে রাতে আড়ি পরিবার প্রাণ রক্ষার দায়ে সবাইকে নিয়ে ঘর ছাড়া। ঘরে তালা! অতঃপর ঘাটালের এসডিপিও অভিযোগ তথ্যটি গ্রহণ করে। যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বাড়িছাড়া তারাক মাতাড় দুই ছেলে সহ পুরো পরিবার। অন্যদিকে গ্রামের মোড়রা অভিযোগটি অস্বীকার করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top