নার্সিংহোম থেকে প্রেমিকাকে নিয়ে পালানোর দায়ে বৃদ্ধের ৭ মাসের কারাদণ্ডও । অস্ট্রেলিয়ার একটি মরুভূমির মাঝে গাড়ির ভেতর থেকে গিবস এবং ক্যারোল নামে এক প্রেমিক যুগলকে উদ্ধার করে পুলিশ। নার্সিংহোম থেকে প্রেমিকাকে নিয়ে পালানোর দায়ে র্যালফ গিবস নামের ওই বৃদ্ধের সাত মাসের কারাদণ্ডও হয়। এদিকে ওই মরুভূমিতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেমিকা ক্যারোলের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে।
তাকে হেলিকপ্টারে করে পারথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, পুরনো প্রেমের তাগিদে আশির অধিক বয়সী বান্ধবীকে নিয়ে নতুন সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন গিবস। প্রেমিকা ক্যারোল লিসলে ডিমেনসিয়া এবং পার্কিনসন্সে আক্রান্ত হয়ে পারথে একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন।খবর পেয়েই হাসপাতালে হাজির হয়েছিলেন গিবস। ক্যারেলকে নার্সিংহোম থেকে বের করে নিয়ে যায়। এরপর প্রেমিকাসহ একটি গাড়িতে করে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে নিজের দেশের বাড়ি কুইন্সল্যান্ডে যাচ্ছিলেন গিবস।
কিন্তু পথেই একটি মরুভূমির মাঝে গিবস এবং ক্যারোলকে গাড়ির মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। এসময় প্রচণ্ড তাপমাত্রায় ক্যারোল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর গ্রেপ্তার করা হয় গিবসকে। আদালতে গিবস জানান, প্রেমের তাগিদেই ক্যারোলকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এদিকে, ভালবাসার টানে প্রেমিকার জীবন বিপন্ন করায় গিবসকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আর ও পড়ুন তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের পর পালিশ করার কথা বললেন কল্যাণ
উল্লেখ্য, নার্সিংহোম থেকে প্রেমিকাকে নিয়ে পালানোর দায়ে বৃদ্ধের ৭ মাসের কারাদণ্ডও । অস্ট্রেলিয়ার একটি মরুভূমির মাঝে গাড়ির ভেতর থেকে গিবস এবং ক্যারোল নামে এক প্রেমিক যুগলকে উদ্ধার করে পুলিশ। নার্সিংহোম থেকে প্রেমিকাকে নিয়ে পালানোর দায়ে র্যালফ গিবস নামের ওই বৃদ্ধের সাত মাসের কারাদণ্ডও হয়। এদিকে ওই মরুভূমিতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেমিকা ক্যারোলের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। তাকে হেলিকপ্টারে করে পারথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর অনুযায়ী, পুরনো প্রেমের তাগিদে আশির অধিক বয়সী বান্ধবীকে নিয়ে নতুন সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন গিবস। প্রেমিকা ক্যারোল লিসলে ডিমেনসিয়া এবং পার্কিনসন্সে আক্রান্ত হয়ে পারথে একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন।খবর পেয়েই হাসপাতালে হাজির হয়েছিলেন গিবস। ক্যারেলকে নার্সিংহোম থেকে বের করে নিয়ে যায়। এরপর প্রেমিকাসহ একটি গাড়িতে করে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে নিজের দেশের বাড়ি কুইন্সল্যান্ডে যাচ্ছিলেন গিবস।
কিন্তু পথেই একটি মরুভূমির মাঝে গিবস এবং ক্যারোলকে গাড়ির মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। এসময় প্রচণ্ড তাপমাত্রায় ক্যারোল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর গ্রেপ্তার করা হয় গিবসকে। আদালতে গিবস জানান, প্রেমের তাগিদেই ক্যারোলকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এদিকে, ভালবাসার টানে প্রেমিকার জীবন বিপন্ন করায় গিবসকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।