দিঘায় এসে কি বললেন মদন মিত্র? যতবার আমি সিবিআই তে গেছি ততবার বাংলায় আমার স্ট্যাটাস বেড়ে গেছে। আমি সবাইকে বলি আমায় সিবিআই কবার ডেকেছে জানিস ! অন্তত 200 বার। ওরে বাপরে বাপ অনেক বড় লিডার মদন মিত্র। আবার ডাকলে আবার যাবো। যত বেশি বিসিসিআইতে যাই ততো আমার ভক্ত আর সেলফির সংখ্যা বেড়ে যায়।—–দিঘাতে এসে বললেন মদন মিত্র।
সিবিআই, ইডি বলে লাভ নেই। কুছ কার কে দিখাও ,শুধু অত ভাষণ দিয়ে কোন লাভ আছে? অনুব্রত যদি সুস্থ থাকে যাবে, তার অসুস্থতা নিয়ে সে ডাক্তাররা বুঝবে। অমিত শাহ কে ও একদিন সিবিআই এর আন্ডারে গিয়ে জেলে থাকতে হয়েছে। চিদাম্বারাম ও সোনিয়া কেও উঠিয়েছে। এই বাগানের ফুল টা আমার হাতে।বাগানের গোলাপটা শুঁকবো, নাকি পাপড়িগুলো ছিঁড়বো, সেটা আমার নিজস্ব বিষয়।
ছাত্রদের আন্দোলন নিয়ে বরাবরই কথাবার্তা বলছে। এখন তো সব মামলা বিচারাধীন। পার্থ চট্টোপাধ্যায় যাবেন- সময় চেয়েছেন।আমি মামলার কোন ব্যাপার নিয়ে কথা বলবো না। মামলায় যদি বেরায় আমি অপরাধী আমায় শাস্তি দিক। দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায় বললেন মদন মিত্র। ছাত্র আন্দোলন নিয়ে বললেন।
আরও পড়ুন – পান চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ
আপনি আমায় দেখিয়ে মামলা করেছেন, আর সব নিজের আত্মীয় গুলো কে পর পর ভালো জায়গায় ঢুকিয়েছেন বিজেপি। “ও লাভলি”, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ।
গতকাল গায়ক কেকের মৃত্যু নিয়ে তিনি বললেন গান এখন আর আমি গাইবো না, কারণ গতকাল আমি চিপ গেস্ট ছিলাম ওই অনুষ্ঠানে, কে কে যে মদিনা এবং মন্দিরের যাত্রী সেটা জানতাম না।
উল্লেখ্য, দিঘায় এসে কি বললেন মদন মিত্র? যতবার আমি সিবিআই তে গেছি ততবার বাংলায় আমার স্ট্যাটাস বেড়ে গেছে। আমি সবাইকে বলি আমায় সিবিআই কবার ডেকেছে জানিস ! অন্তত 200 বার। ওরে বাপরে বাপ অনেক বড় লিডার মদন মিত্র। আবার ডাকলে আবার যাবো। যত বেশি বিসিসিআইতে যাই ততো আমার ভক্ত আর সেলফির সংখ্যা বেড়ে যায়।—–দিঘাতে এসে বললেন মদন মিত্র।