নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,৩রা সেপ্টেম্বর : দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হল এক পর্যটকের। নাম দিপু সেনাপতি(৪০)। বাড়ি হুগলির খানাকুলে।মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ নিউ দিঘা পুলিশ হলিডে হোম ঘাটে স্নানের সময় তলিয়ে যান তিনি।নুলিয়ারা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে আসেন।মৃত বলে জানান চিকিৎসক। বাসে একদল পর্যটক মঙ্গলবার সকালেই দিঘা এসেছিল।তাদের সঙ্গেই এসেছিলেন দীপু।সকাল ৯ টা নাগাদ জোয়ার সবে শুরু হয়েছিল।নুলিয়ারা পর্যটকদের সমুদ্র থেকে উঠে আসার অনুরোধ করেছিল। কিন্তু সে বার্তা কানে পৌঁছে ছিল না মদের নেশায় বুঁদ থাকা দীপু কিংবা তার সঙ্গীদের।আচমকাই বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় সে।অন্যদের চিৎকারে ছুটে আসে নুলিয়ারা।উদ্ধার করে দীপুকে নিয়ে আসা হয় দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে সাখানেই মৃত্যু হয়।
দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু এক পর্যটকের
দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু এক পর্যটকের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram