দিঘায় বেড়াতে এসে অটো দুর্ঘটনায় এক মহিলা পর্যটকের মৃত্যু ঘটল অহত আরো দু-জন।

দিঘায় বেড়াতে এসে অটো দুর্ঘটনায় এক মহিলা পর্যটকের মৃত্যু ঘটল অহত আরো দু-জন।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দিঘা,২৬ই জুন: দিঘায় বেড়াতে এসে অটো দুর্ঘটনায় এক মহিলা পর্যটকের মৃত্যু ঘটল অহত আরো দু-জন। মৃত মহিলার নাম সিমন্তী মণ্ডল।বাড়ি বাসুদেবপুর ,বালিনী,গোবর ডাঙা,উত্তর 24. পরগনা।বুধবার সকালে একটি অটোতে করে 9 জন পর্যটক দিঘা মোহনার দিকে যাচ্ছিল ।নিউ দিঘার ল্যারিকা হোটের সামনে রাস্তার ওপর একটি বিষধর সাপ লাফ দিতে দিতে বেরিয়ে পড়ে।চালক ভ্যাবাচাকা খেয়ে সাপটিকে সাইড দিতে গিয়ে উল্টো দিক থেক আসা একটি স্টেট বাসে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে পাল্টি খায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিমন্তী মন্ডলের ।আহত হন আরো দুজন জন পর্যটক।দিঘা থানার পুলিশ দেহ উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠিয়েছে

RECOMMENDED FOR YOU.....