দিদিমনি দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়লো পূর্বপাড়ার মানুষেরা

দিদিমনি দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়লো পূর্বপাড়ার মানুষেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিদিমনি দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়লো পূর্বপাড়ার মানুষেরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামের পূর্বপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি প্রায়দিন দেরিতে আসার অভিযোগ উঠলো অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনির বিরুদ্ধে। দিদিমনির নাম মহুয়া সামন্ত। অভিযোগ করল গ্ৰামের মানুষেরা।

 

সোমবার সকাল প্রায় ৮ টা সময় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এলেন দিদিমনির মহুয়া সামন্ত। দিদিমনি দেরি করে আসার জন্য পূর্বপাড়ার মানুষেরা ক্ষোভে ফেটে পড়লো অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সামনে। গ্ৰামের মানুষদের দাবি দিদিমনি প্রায়দিন দেরিতে আসে আজকেও সকল ৭ থেকে বাচ্ছা ছেলে মেয়েরা এসে দেখে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের গেটে তালা ঝুলছে।

 

অবশেষে‌ সকাল প্রায় ৮ টা সময় দিদিমনি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসলে গ্ৰামের মানুষেরা ক্ষোভ দেখায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সামনে। অবিলম্বে দিদিমনিকে ট্রান্সফার করা হক এই দাবি তোলেন তারা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তুষার সামন্ত,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের সদস্য রেখা বাগ। এই ব্যাপারে কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত এবিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন – উত্তরের ফিল্মসিটি নিয়ে আশার ইঙ্গিত মিমি চক্রবর্তীর

অন্যদিকে সরকারি নির্দেশকে অমান্য করে সরকারি স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিযোগ উঠলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ এলাকায়। অভিযোগ করল অগ্ৰদ্বীপ এলাকার প্রাইভেট টিউটররা। অগ্ৰদ্বীপ এলাকার বাড়ি কাঁঠালবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন শিকদার। সাংবাদিক ছবি করতে গেলে বাঁধা দেয় ধীরেন শিকদার।

 

অভিযোগকারী এক প্রাইভেট টিউটর কৃষ্ণদুলাল ঘোষ তিনি জানান অগ্ৰদ্বীপ এলাকায় অনেক সরকারি স্কুলে শিক্ষকরা বেআইনি ভাবে ছাত্র-ছাত্রীদেরকে পড়াচ্ছে। এই পড়ানোর ফলে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা চাইছি সরকার নির্দেশ মেনে সরকারি স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পড়ানো বন্ধ রাখা হোক এই কথা বললেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top