নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৭ নভেম্বর, “দিদির খাতায় পয়েন্ট বাড়ানোর জন্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পূর্ব বর্ধমানে বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙার দায় বিজেপির উপর চাপাচ্ছেন”, রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, বিজেপি এই ধরনের কাজ করেনা। বিদ্যাসাগরের মূর্তিও বিজেপি ভাঙেনি। ওটা দিদিই ভেঙেছিল কারন সেখানে আর একটি নতুন বিদ্যাসাগরের মূর্তি বসানোর ইচ্ছে হয়েছিল দিদির। মানুষ মুখ্যমন্ত্রীর এইসব ভাঁওতাবাজিতে আর ভুলছেনা তা লোকসভার ভোটে প্রমানিত হয়ে গিয়েছে।
কলকাতায় পুলিশের উর্দিতে কালি ছিঁটানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় পুলিশের শরীরে একটু আধটু কালি ছিঁটানো যেতেই পারে বলে মত প্রকাশ করে বলেন এগুলো পুলিশের কাজকর্মের প্রতিবাদে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ বলে দাবি করেন। পরে তিনি অবশ্য এই কাজকে সমর্থন করেননা বলে জানিয়েছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ছবিতে কালী লাগানোর প্রসঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ভোটের সময় রাহুল গান্ধী যে ধরনের ভাষা ব্যাবহার করেছেন, সুপ্রিম কোর্টের বক্তব্যকে বদলে দিয়ে মিথ্যাচার করেছেন বা যে ধরনের নোংরা রাজনীতি করেছেন সেটাও রাগের বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন। তবে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কালি ছিঁটানো সমর্থন করা যায়না বলে তিনি জানান। তিনি এও বলেন রাহুল গান্ধী যে ধরনের আচরন করেছেন তাতে তিনি নিজেই পুরো কংগ্রেস দলের মুখেই কালিমা মেখে দিয়েছেন।
সংসদে তৃনমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকরের বিরুদ্ধে সোচ্চার হবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, তৃনমূল রাজ্যপালের প্রসঙ্গ তুলবে আর আমরাও এরাজ্যে তৃনমূল কংগ্রেসের সন্ত্রাস ও দূর্নীতির প্রসঙ্গ তুলব। তবে রাজ্যপাল যা করছেন তা সঠিক করছেন বলে মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সতর্ক করে দিয়ে আসানসোলের এই বিজেপি সাংসদ বলেন, মমতা বন্দোপাধ্যায় রাজ্যের মানুষের রায়ে ক্ষমতায় এসেছেন আবার মানুষের রায়েই তাঁকে সরে যেতে হবে। তাঁকে যেটুকু অধিকার দেওয়া হয়েছে তার সীমা যেন মাত্রা ছাড়া না হয় মুখ্যমন্ত্রীকে সেই সতর্কও করে দেন কেন্দ্রীয় মন্ত্রী।