১৪ দিন পর উদ্ধার হল ‘আমানত শাহ’। বাংলাদেশের মানিকগঞ্জের পাটুলিয়া ঘাটে পদ্মায় ডুবে গিয়েছিল ‘আমানত শাহ’। আজ দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ‘আমানত শাহ’ আরও দুই দিন পর্যবেক্ষণ করা হবে। কোনো সমস্যা না দেখলে কর্তৃপক্ষকে সেটি হস্তান্তর করা হবে। সব ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনকে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে।
প্রায় ২ কোটি টাকার বিনিময়ে ‘আমানত শাহর’ উদ্ধারকাজ করেন বেসরকারি উদ্ধারকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ। সংস্থাটি সোমবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম বলেন, পাটুরিয়ায় কাত হয়ে পড়া ফেরিটির উদ্ধারকাজ শেষ হয়েছে।
এটার তলায় ১০০টির বেশি ছিদ্র ছিল। সেসব মেরামত করে এটাকে ভাসানো হয়েছে। এরআগে পাটুরিয়ায় ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে তোলার জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড মৌখিক চুক্তি হয়।
আর ও পড়ুন বিজেপি সকাল থেকেই চিমটি কাটতে বসে, বললেন মমতা
উল্লেখ্য, ১৪ দিন আগে এক বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ১৭টি যানবাহন নিয়ে পাটুরিয়াঘাটের উদ্দেশে ছেড়ে আসা শাহ আমানত ফেরি সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে পৌঁছার পর পরই হেলে যায়।
এ সময় দু’তিনটি ট্রাক ও কয়েকজন যাত্রী ঝুঁকি নিয়ে নামার সুযোগ পেলেও ততক্ষণে ফেরিটির বেশিরভাগ অংশ ডুবে যায়। আর বাকি যানবাহন পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কিভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়ে শঙ্কা রয়েছেন ডুবে যাওয়া ফেরিতে থাকা ট্রাক চালক ও ব্যবসায়ীরা।
উল্লেখ্য, ১৪ দিন পর উদ্ধার হল ‘আমানত শাহ’। বাংলাদেশের মানিকগঞ্জের পাটুলিয়া ঘাটে পদ্মায় ডুবে গিয়েছিল ‘আমানত শাহ’। আজ দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ‘আমানত শাহ’ আরও দুই দিন পর্যবেক্ষণ করা হবে। কোনো সমস্যা না দেখলে কর্তৃপক্ষকে সেটি হস্তান্তর করা হবে।
সব ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনকে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে। প্রায় ২ কোটি টাকার বিনিময়ে ‘আমানত শাহর’ উদ্ধারকাজ করেন বেসরকারি উদ্ধারকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ। সংস্থাটি সোমবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম বলেন, পাটুরিয়ায় কাত হয়ে পড়া ফেরিটির উদ্ধারকাজ শেষ হয়েছে।