২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য

২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দিনক্ষণ

২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। আগামী বছর ৩১ জানুয়ারি হবে কলকাতা বইমেলা। করোনার কারণে চলতি বছরে বইমেলার আয়োজন করা যায়নি। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারের থিম বাংলাদেশ। করোনাবিধি মেনেই মেলার আয়োজন করা হবে। বিধাননগরের সেন্ট্রাল পার্কে তা হতে পারে। কারণ মিলন মেলা সংস্কারের কাজ চলছে। ওই সময়ের মধ্য়ে শেষ করা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

 

৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মেলার থিম কান্ট্রি হওয়ার কথা ছিল বাংলাদেশ। গিল্ড সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত ছিল বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্‌যাপন করার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। করোনার জেরে জানুয়ারিতে মেলা সাময়িক স্থগিত করা হয়।

 

কিন্তু সংক্রমণ না কমায় শেষে মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ বারে ২০২১-র কথা মাথায় রেখেই থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আজ সোমবার বৈঠকে ২০২২ সালের কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। গিল্ডের তরফে জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমেলার। ফলে বইমেলার দিনক্ষণ ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সকলেই।

 

আর ও পড়ুন  বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সঙ্গীরা

 

তবে শুধু বইমেলাই নয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৭ জানুয়ারি থেকে। বইমেলা চলবে ৭ ফেব্রুয়ারি অবধি। আর চলচ্চিত্র উৎসব চলবে ১৪ জানুয়ারি অবধি। সোমবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তারপরেই খবর আসে, জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে সাতদিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। গত বছর টলিপাড়ার তারকাদের সঙ্গে কলকাতা চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা সশরীরে হাজির থাকবেন নাকি ফের ভার্চুয়াল পথেই হাঁটবে রাজ্য, তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top