দিনহাটাতে বহিষ্কার তৃনমূল নেতা

দিনহাটাতে বহিষ্কার তৃনমূল নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিনহাটাতে বহিষ্কার তৃনমূল নেতা। দল বিরোধী কাজের অভিযোগে দিনহাটা সীমান্ত গ্রামের ডাকসাইটে নেতা আবুয়াল আজাদকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার দিনহাটা গোসানী রোড এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে দিনহাটা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু রায় এই বহিষ্কারের কথা ঘোষণা করেন।

 

এদিন দলের ব্লক কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুধাংশু রায় ছাড়াও সুবল রায়, নুর আলম হোসেন, পঙ্কজ মহন্ত, পুলক চন্দ্র বর্মন থেকে শুরু করে ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্ব। সভায় দল বিরোধী কাজের জন্য সকলেই একযোগে আবুয়াল কে বহিষ্কারের দাবি জানান।
ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু রায় বলেন, গীতালদহ ১ নম্বর তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য আবুয়াল আজাদ দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে চলেছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এছাড়াও দলকে বিপাকে ফেলার জন্য একটি প্যারারাল সংগঠন তৈরি করেছে।

আরও পড়ুন – মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞ

এর আগে তাকে শোকজ করা হয়। কিন্তু তিনি তার কোন উত্তর দেননি। তাইতো এদিন তাকে দল থেকে বহিষ্কার করা হলো। সদ্য বহিষ্কৃত তৃণমূলের এই নেতা আবুয়াল অবশ্য তাকে বহিষ্কার নিয়ে গুরুত্ব দিতে নারাজ।
বহিষ্কৃত তৃণমূল নেতা আবুয়াল আজাদ বলেন, আমাকে কে বহিষ্কার করলো তাতে কিছু যায় আসে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করি। আমাকে যারা বহিষ্কার করেছে তাদেরকেই নাগরিক মঞ্চের পক্ষ থেকে জনবিচ্ছিন্ন করা হবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোট থেকেই দিনহাটা ১ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলে এসেছে। বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অনুগামীদের সঙ্গে বিধায়ক বিরোধী অনুগামীদের দ্বন্দ্ব বছরের পর বছর ধরে চলছে। বিধায়ক অনুগামী বলে পরিচিত সুধাংশু রায় দিনহাটা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হওয়ার পর বিধায়ক বিরোধী অনুগামীদের দলের কোন কর্মসূচিতে ডাকা হয় না এমনটাই অভিযোগ। ফলে বিধায়ক বিরোধী তৃণমূল কর্মীরা গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য আবুয়াল আজাদকে আহ্বায়ক করে নাগরিক মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করে দলের নানা কর্মসূচি পালন করে চলেছেন।

 

এমত অবস্থাতে ব্লক তৃণমূল সভাপতি আবুয়াল আজাদকে শোকজ করে দশ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন উত্তর না দেওয়াতে এদিন আবুয়াল আজাদকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু রায়। আসন্ন পঞ্চায়েত ভোটে দিনহাটা ১ নম্বর ব্লক তৃণমূলের সঙ্গে নাগরিক মঞ্চের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top