দিনহাটাতে মনীষীদের আবেক্ষ মূর্তি উন্মোচন। পৃথক পৃথক দুই অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুলের আবক্ষ মূর্তি ছাড়াও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তি উন্মোচিত হলো দিনহাটার সিতাইয়ে। সিতাই বাসস্ট্যান্ডে রবীন্দ্র নজরুল প্রেক্ষাগৃহের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন হয়।
এছাড়াও ব্লকের মিনি স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন হয়। বৃহস্পতিবার বিকালে পৃথক পৃথক দুই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূর্তি গুলির শুভ উন্মোচন করলেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মণ্ডল,কোচবিহার জেলা পরিষদ সদস্য অনিমেষ ভট্ট, যুব তৃণমূলের ব্লক সভাপতি বিশু রায় প্রামানিক, তৃণমূলের সিতাই ব্লক সভাপতি মুক্তিপদ মন্ডল থেকে শুরু করে অনেকেই ।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
জানা গিয়েছে, সিতাই পঞ্চায়েত সমিতির অর্থনুকুল্যে নির্মিত হয়েছে রবীন্দ্র নজরুলের আবক্ষ মূর্তি। এ দিন অনুষ্ঠান শেষে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, সিতাই পঞ্চায়েত সমিতির সৌজন্যে বাসস্ট্যান্ড এলাকায় অডিটোরিয়াম হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের আবক্ষ মূর্তির উন্মোচন হল। সেই সাথে সিতাই মিনি স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তি উন্মোচন হল।
এই মিনি স্টেডিয়ামের নামকরণ স্বামী বিবেকানন্দের নামে করা হয়। আজ তার মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে নামকরণ সার্থকতা পেল। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উল্লেখ করেন, যুবসমাজের কাছে স্বামী বিবেকানন্দ একটি মূর্ত প্রতীক। এদিন স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন হয় এলাকার যুবকরাও যেমন উৎসাহিত তেমনি মনীষীদের চিন্তা ভাবনাকে সামনে রেখে আগামী দিনে সিতাই আরো এগিয়ে যাবে।
উল্লেখ্য, দিনহাটাতে মনীষীদের আবেক্ষ মূর্তি উন্মোচন। পৃথক পৃথক দুই অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুলের আবক্ষ মূর্তি ছাড়াও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তি উন্মোচিত হলো দিনহাটার সিতাইয়ে। সিতাই বাসস্ট্যান্ডে রবীন্দ্র নজরুল প্রেক্ষাগৃহের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন হয়।