দিনহাটায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মুখে আঘাত মিঠুন রাজভরের, কোচবিহার মেডিক্যালে আশঙ্কাজনক

দিনহাটায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মুখে আঘাত মিঠুন রাজভরের, কোচবিহার মেডিক্যালে আশঙ্কাজনক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কোচবিহার – ফের দুষ্কৃতী দৌরাত্ম্যে উত্তাল কোচবিহার। দিনহাটার বাড়ি থেকে বেরোনোর মুখেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা মিঠুন রাজভরকে। গুলিতে তাঁর মুখে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার নেতা মিঠুন রাজভর ওই সময় নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসেন। ঠিক সেই মুহূর্তেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিতে গুরুতর আহত অবস্থায় মিঠুন রাজভর মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা কিছুটা সংকটজনক। হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে রেখে তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top