কোচবিহার – দুর্গাপূজার আগে দিনহাটার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতাদের বাড়িতে পরপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোহিনূর খাতুন বিবি ও তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের ব্লক সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে গভীর রাতে আচমকাই বোমা ফেটে যায়। রাত দু’টো নাগাদ প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত মিন্টু বাইরে বের হয়ে দেখেন ঘরের সামনে চারদিক ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাহেবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গাপূজোর মুখে নিরাপত্তা নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন। মঙ্গলবার গভীর রাতে সাহেবগঞ্জ এলাকার নতুন বাজার সংলগ্ন এলাকা এবং বিডিও অফিস সংলগ্ন এলাকায়ও বোমাবাজির অভিযোগ ওঠে। সোমবার সকালে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা বিষয়টি নিয়ে কড়া নজরদারি চলছে। উল্লেখ্য, জুলাই মাসে কাটোয়াতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে একজনের হাত উড়ে যায়, আরও কয়েকজন আহত হন এবং একজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বোমা বাঁধার কাজও ছিল তৃণমূল কর্মীর বাড়িতে।
