দিনহাটায় পুলিশের অনুমতি ছাড়াই বিজয় মিছিলের চেষ্টা—গ্রেপ্তার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় রায়

দিনহাটায় পুলিশের অনুমতি ছাড়াই বিজয় মিছিলের চেষ্টা—গ্রেপ্তার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কোচবিহার – বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর কোচবিহারের দিনহাটা শহরে বিজয় মিছিল বার করতে গিয়ে চাঞ্চল্যের সৃষ্টি। পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করার চেষ্টা, পুলিশকে বাধা দেওয়া এবং ধাক্কাধাক্কির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অজয় রায়কে। শুক্রবার রাতেই তাঁর বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। শনিবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, বিহার ভোটের ফল বেরোতেই দিনহাটায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সেই আবহে অজয় রায়ের নেতৃত্বে বিজয় মিছিল আয়োজনের চেষ্টা হয়। কিন্তু শহরে অশান্তির আশঙ্কায় পুলিশ-প্রশাসন কোনওরকম মিছিলের অনুমতি দেয়নি। তবুও অনুমতি না মেনে মিছিল বার করার চেষ্টা হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছোতেই সাময়িক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, পুলিশকে কাজে বাধা দেওয়া হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল করার চেষ্টা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাতেই অজয় রায়কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা-সহ একাধিক গুরুতর ধারায় মামলা হয়েছে।

অজয় রায়কে গ্রেপ্তার করা নিয়ে ক্ষোভে ফুঁসছে জেলার বিজেপি সংগঠন। দলীয় নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেপ্তারি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top