দিনহাটায় প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন। মঙ্গলবার সন্ধায় দিনহাটার বামনহাট দুই গ্রাম পঞ্চায়েতের কালমাটির বগনীরহাটে প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দলের অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায়, চেয়ারম্যান হরেন্দ্রনাথ বর্মণ, গ্রাম পঞ্চায়েত প্রধান সান্তনা বর্মণ, স্থানীয় তৃণমূল নেতা ধীরেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব।
এদিন মন্ত্রী বিজেপি সহ বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দলের নেতা কর্মীদের একটি অংশকে নানাভাবে সতর্ক করে দিয়ে বলেন, “বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই যখন আমাদের লোকেরা বিজেপিকে বলবে তোমরা দাড়াও আমরা আছি তোমাদের সাথে। ”
আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা
মন্ত্রীর বক্তব্যের পাল্টা হুশিয়ারী দিলেন বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি কোচবিহার জেলা প্রাক্তন সভানেত্রী বিধায়িকা মালতি রাভা রায় বলেন, “তৃণমূলের নেতা নেত্রীদের এখন আর নিচুস্তরের কর্মীরা মানছে না। তাই পুলিশকে সঙ্গে নিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে। তবে কিভাবে পঞ্চায়েতে প্রার্থী দিতে হয় সেটা আমরা জানি।” বিজেপি দলের পাশাপাশি সিপিএম দলের পক্ষ থেকেও মন্ত্রীদের এই বক্তব্যকে স্বৈরতান্ত্রিক বলে আখ্যায়িত করা হয়।
প্রসঙ্গত মঙ্গলবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বগনীরহাটে তৃনমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন বিরোধীদের হুশিয়ারীর সুরে উল্লেখ করেন,আমরা নিজের নিজের এলাকায় দলকে এমনভাবে শক্তিশালী করবো বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক , কংগ্রেস কেউ যাতে প্রার্থী খুজে না পায়। তৃণমূল কংগ্রেস না চাইলে বিজেপি সহ বিরোধীরা পঞ্চায়েতে প্রার্থী দিতে পারবে না।
তবে বিরোধীরা যদি প্রার্থী দেয় তবে তার জন্য আমাদের দলেরই নেতাদের শাস্তি হবে। এখানে বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আমাদের লোকেরা বিজেপিকে বলবে তোমরা দাড়াও আমরা আছি। আমরা এবার কাউকে মারব না, কাউকে আটকাবো না সাহেবগঞ্জে। সেখানে আমাদের কেউ ভিড় করে থাকবে না।