দিনহাটার দম্পতি মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই। দিনহাটার গ্রামে বাড়ির পাশেই ফাঁকা জমিতে স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে দিনহাটা দুই নম্বর ব্লকের উত্তর বড়শাকদল গ্রামের ধুবেরঘাট এলাকা থেকে মৃত ব্যক্তির নিকট আত্মীয় দুজনকে গ্রেফতার করে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেফতার ছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ যে দুজনকে গ্রেফতার করে।পুলিস জানিয়েছে,তারা হলেন বিপুল মোদক(কার্তিক) এবং বামন মোদক। মঙ্গলবার রাতে ঘটনার পর বুধবার সকালে ওই এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, সাহেবগঞ্জ থানার ওসি এন্টনি হোড়।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটার উত্তর বড়শাকদল গ্রামের বাবু ও চন্দনার কোনরকম সামাজিক বিয়ে না হলেও তারা স্বামী-স্ত্রীর মতোই একসঙ্গে থাকতো। বিষয়টি নিয়ে তার ভাই ও পরিবারের অন্যান্য লোকজনদের মধ্যে পারিবারিক গন্ডগোল চলছিল দীর্ঘদিন ধরে। বাড়ির অদূরে ধুবার ঘাট এলাকায় বাবু ও চন্দনার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৯ শে নভেম্বর মঙ্গলবার রাতে দিনহাটা দুই নম্বর ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের উত্তর বড়শাকদল এলাকায় রাস্তার ধারে জোড়া মৃতদেহ উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। তবে বাড়ির অদূরে জোড়া মৃতদেহ উদ্ধার নিয়ে খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা শুরু হলেও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনার পর ওই বাড়ির অন্যান্যরা পালিয়ে যায়। রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দুজনকে উত্তর বড়শাকদল ধুবেরঘাট এলাকা থেকে গ্রেফতার করে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।