দিনহাটার বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী পৌরসভা। দিনহাটা পুর এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কারে উদ্যোগী হয়েছে পৌরসভা। শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের বেহালি রাস্তা গুলি সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি কয়েকটি রাস্তাকে ম্যাষ্টিক করা হচ্ছে। শহরের গোপালনগর হাই স্কুল যাওয়ার রাস্তা পিচের চাদর উঠে গিয়ে বেহাল অবস্থা ধারণ করায় পথ চলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।
কঙ্কালশার অবস্থা বেরিয়ে পড়ায় সাহিত্যিকভাবেই পথ চলতে গিয়ে খবের সৃষ্টি হয় বাসিন্দাদের মধ্যে। বেহাল হয়ে পড়া সেই রাস্তা সহ বিভিন্ন ওয়ার্ডের প্রায় চার কিলোমিটার রাস্তা নতুন করে সংস্কার করে ম্যাষ্টিক করার কাজ শুরু হয়েছে। রাস্তাগুলি নতুন করে সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় বেহাল ওই রাস্তাগুলি দ্রুত সংস্কারের কাজ শেষ হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জানান, দেরিতে হলেও বেহাল রাস্তা গুলি সংস্কার কাজ শুরু হয় পথ চলতে গিয়ে আগামীতে আর কোন অসুবিধা থাকবে না।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তা গুলি নতুন করে তৈরি করার পাশাপাশি ছয়টি রাস্তা মেষ্টিক করার কাজ শুরু হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় দুই কোটি টাকা। এই রাস্তার কাজ দ্রুত শুরু করার জন্য পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী দিন কয়েক আগে কলকাতায় গিয়ে পুর দফতরের আধিকারিকদের সাথে বেহাল রাস্তাগুলি সংস্কার সহ শহরের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দিনহাটা পুরসভার কাউন্সিলরদের পার্থনাথ সরকার, জাকারিয়া হোসেন, রমেন বর্মন, সমীর সরকার জানান, শহরের বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকটি রাস্তা বেহাল হয়ে পড়েছিল। সেগুলির কাজ শুরু হয়েছে। সঠিকভাবে যাতে কাজ হয় তার জন্য কাউন্সিলরদের পাশাপাশি পুরসভার কর্মীরাও দেখভাল করছে।
পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান, শহরের ছয়টি রাস্তা ম্যাষ্টিক করা ছাড়াও যে রাস্তাগুলি বেহাল হয়ে পড়েছে সেগুলি নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রায় দুই কোটি টাকা খরচ হবে। রাস্তাগুলির কাজ সম্পন্ন হলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকবে না।