দিনহাটার ভেটাগুড়িতে বিজেপিতে ভাঙ্গন। নিশীথ গড় বলে পরিচিত দিনহাটার ভেটাগুড়িতে বিজেপিতে ভাঙন। দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুয়েরকুঠি ৭/২২৮ নম্বর বুথে কেন্দ্রের শাসকদল বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিল ১০ টি পরিবার। কেন্দ্রীয় মন্ত্রীর এলাকায় বিজেপি দলের ভাঙ্গনকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বিজেপিও অবশ্য এসবের গুরুত্ব দিতে নারাজ।
দলের এক নেতা বলেন, নানাভাবে সন্ত্রাস ভয়-ভীতি প্রদর্শন করে বিরোধী রাজনৈতিক দলের লোকেদের হাতে পতাকা তুলে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল।শনিবার রাত আটটা নাগাদ ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি কাশিগঞ্জের ঘাট ৭/২২৮ নম্বর বুথে তৃণমূলের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই খুলি বৈঠকের মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গড় অর্থাৎ নিজের গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ টি বিজেপি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।এদের হাতে দলীয় পতাকা দলের অঞ্চল নেতৃত্ব।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
এদিন সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন, দলের অঞ্চল সভাপতি ধীরেন বর্মন, অঞ্চল চেয়ারম্যান সুরথ সিংহ, যুব তৃণমূলের ব্লক সহ-সভাপতি চন্দন বর্মন প্রমুখ। এদিন এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী পঞ্চায়েত ও লোকসভার ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে করার জন্য কর্মীদেরকে আরো বেশি করে মানুষের কাছে যাওয়ার আবেদন জানানো হয়। তৃণমূল নেতৃত্ব বলেন প্রতিদিন দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে।
তৃণমূলের দিনহাটা এক বি ব্লক সভাপতি অনন্ত বর্মন জানান, প্রতিদিন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শুরু হয়েছে। আগামীতে এই দলকে খুঁজে পাওয়া যাবে না।
বিজেপির এক নেতা বলেন, রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে নেতা কর্মীর নানা রকম দুর্নীতিতে ডুবে গিয়েছে। আগামী নির্বাচনে মানুষ ব্যালটের মধ্য দিয়ে এই সরকারের নানা দুর্নীতির জবাব দেবে।