দিনহাটা অঞ্চল চেয়ারম্যানের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

দিনহাটা অঞ্চল চেয়ারম্যানের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিনহাটা অঞ্চল চেয়ারম্যানের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দিনহাটা ভিলেজ দুই অঞ্চল চেয়ারম্যানের বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার সকালে আমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের।

 

নিজেদের দোষ কে ধামাচাপা দিতে বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ বিজেপি নেতৃত্বের।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুঁটে যায়।ক্ষতিগ্রস্ত বাইকটি উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন –  ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া

তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ভবেন জানান, গত তিনদিন আগে নিগমনগরে তৃণমূলের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে। আহত হয় কয়েকজন। প্রতিবাদে রবিবার সেখানে মিছিল হয়। যারা তৃণমূল কর্মীদের মারধর করলো পুলিশ তাদের গ্রেফতার না করে উল্টো তৃণমূল কর্মীদের গ্রেফতার করে। আমার গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা পুলিশকে লিখিতভাবে জানাচ্ছি।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন জানান, এ দিন দলের অঞ্চল চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। আমাদের কর্মীদের আক্রমণ করা হলো অথচ গ্রেফতার করা হলো তৃণমূল কর্মীদের। তার ফলে বিজেপি আরও সাহস পেয়ে গিয়েছে। সেখানে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিজেপি কর্মীদের উস্কানি দিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের কর্মীদের শান্ত রাখা যাবে না।

 

বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় জানান, যেখানে বলা হচ্ছে বিজেপি নেই সেখানে তৃণমূল নেতার গাড়ি পুড়িয়ে দিচ্ছে বিজেপি বলে অভিযোগ তোলা হচ্ছে। আসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বুঝে গিয়েছে তাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে অসত্য নানা অভিযোগ তুলে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top