দিনের শেষে প্রচন্ড বৃষ্টি তাতেই স্বস্তি পেল উত্তরবঙ্গ সহ কোচবিহারবাসী

দিনের শেষে প্রচন্ড বৃষ্টি তাতেই স্বস্তি পেল উত্তরবঙ্গ সহ কোচবিহারবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিনের শেষে প্রচন্ড বৃষ্টি তাতেই স্বস্তি পেল উত্তরবঙ্গ সহ কোচবিহারবাসী। বেশ কয়েকদিনের তীব্র দাবদাহের ফলে জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছিল কোচবিহার সহ সমগ্র উত্তরবঙ্গ। অবশেষে স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের। প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধির কারণে নাজেহাল হয়ে পড়েছিল মানব জীবন। ইতিমধ্যে প্রচন্ড গরমের কারণে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীদের ভিড় বাড়ছিল প্রতিদিনই।

গত কিছুদিনের এই গরমে অসুস্থ হয়ে পড়েছিল অনেক স্কুল শিক্ষার্থী সহ স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের এমনকি এই প্রখর দাবদাহের জেরে প্রাণও হারিয়েছে দিনহাটা কলেজের তৃতীয় শিক্ষাবর্ষের ছাত্রী চুমকি বর্মন এর পাশাপাশি কোচবিহারের বানেশ্বর এ চতুর্থ শ্রেণীর ছাত্রের নাক দিয়ে রক্ত বের হওয়ার ঘটনাতেও অবগত কোচবিহার বাসি।

 

আবহাওয়া দপ্তরের খবর মোতাবেক,আগামী ২০ থেকে ২৪ জুলাই মেঘলা আকাশ থাকার, সম্ভাবনা আছে
কোচবিহারে,আগামী ২০ থেকে ২২ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৩ ও ২৪ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে।

এর পাশাপাশি আলিপুরদুয়ারে আগামী ২০ থেকে ২২ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৩ ও ২৪ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি জলপাইগুড়িতেও আগামী ২০, ২২, ২৩ ও ২৪ জুলাই মাঝারি বৃষ্টি, ২১ জুলাই অল্প ভারী থেকে ভারী, বৃষ্টির সম্ভাবনা আছে।

 

এর পাশাপাশি উত্তর দিনাজপুরআগামী ২০ থেকে ২৪ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

গতকাল কোচবিহারের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস,যদিও গতকাল সকালে হালকা হওয়া বইছিল কিন্তু হাওয়া বইলেও তাপমাত্রার পারদের কোনো অংশে পরিবর্তন ছিল না। বেলা বাড়ার সাথে ই গতকালের তাপমাত্রা ও বৃদ্ধির প্রসার দেখা গিয়েছিল কিন্তু বিকাল হতেই মাঝারি ঝিরি ঝিরি বৃষ্টি এবং রাতের বাড়িতেই ভারী বেশি দেখা গিয়েছিল গতকাল কোচবিহারে। যদিও আজ সকালে দিকে নাতিশীতোষ্ণ আবহাওয়া ছিল কোচবিহারে কিন্তু বেলা গড়াতেই তাপমাত্রার পারদ উর্ধমুখী হয়ে ওঠে কোচবিহারে।

 

সকালে যদিও ৩০ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রার আশেপাশে ছিল কোচবিহার, কিন্তু বেলা গড়ার সাথে সাথে সেই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৩৫ ডিগ্রিতে।

আর সেই লক্ষ্যে দাঁড়িয়ে বৃষ্টির জন্যে চাতক পাখির ন্যায় চেয়ে রয়েছিল কোচবিহারবাসি আর রাত হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কোচবিহারে।

বর্তমানে কোচবিহারের হিউম্যানিটি আছে ৩৪° সেন্টিগ্রেড।

শিক্ষা পর্ষদের খবর মোতাবেক,আগামী একুশে জুলাই থেকে স্কুল বন্ধ হবার সম্ভাবনা রয়েছে অনলাইনে ক্লাস হতে পারে বলে জানিয়েছে শিক্ষা পর্ষদ এর পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও বন্ধের কথা জানানো হয়েছে। দিনের শেষে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top