নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৪ শে আগস্ট :দিনের আলোতেই ডাক্তারের চেম্বারে কারোর না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি করার উদ্দেশ্যে এক চোরের আগমন সিউড়ির মতো জনবহুল এলাকায়। ওষুধের দোকানের মালিক ওই চোরকে চুরি জিনিসপত্র সরানো অবস্থায় দেখতে পেয়ে তাকে ধরে ফেলে, মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির অন্তর্গত প্রশাসন ভবনে নিকটবর্তী একটি ওষুধের দোকানে পাশে থাকা ডাক্তারের চেম্বারে। ওই ওষুধের দোকানের মালিকের বক্তব্য, “দুপুরবেলায় চেম্বারে কেউ ছিলনা। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরটি চেম্বারে ভেতর ঢুকে এবং জিনিসপত্র হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি টয়লেট করতে এসে তাকে দেখতে পাই এবং হাতেনাতে ধরে পুলিশে তুলে দি।”
চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বক্তব্য, “আমি কিছু চুরি করিনি। আমাকে অর্জুন দা নামে একজন বলেছিলেন এই ঘরের মধ্যে যে সমস্ত ধুলোবালি আছে সেগুলো পরিষ্কার করে দিতে।”
ওই চোরকে ধরার পর দোকানের মালিক এবং পার্শ্ববর্তী বেশ কয়েকজন মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিউড়ি থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।